টুকরো খবর |
খুনে অভিযুক্তরা এখনও অধরাই
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্টেশন চত্বরে খুনের ঘটনায় শুক্রবার পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবারই চার জন যুবককে আটক করে পুলিশ। সকলেই মৃতের পরিচিত-বন্ধু। শুক্রবার এঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি, আরও কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের এক সূত্রে খবর, ঘটনার মূলচক্রী এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে। পুলিশের দাবি, খুব শীঘ্রই ঘটনার কিনারা হবে। বুধবার রাতে মেদিনীপুর স্টেশন চত্বরে নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয় তোতন ভট্টাচার্য নামে বছর আঠাশের এক যুবককে। যুবকের বাড়ি স্টেশন চত্বরের কিছু দূরে গেট বাজার এলাকায়। ঘটনার জেরে শহরে চাঞ্চল্য ছড়ায়। একদল যুবক ভোজালি দিয়ে কুপিয়ে তোতনকে খুন করে। ইতিমধ্যে ওই ভোজালিটিও উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ব্যক্তিগত শত্রুতা থেকেই গোলমালের সূত্রপাত। ঠিক কী নিয়ে বন্ধুদের মধ্যে বিরোধ বাধে, গোড়ায় তাই জানার চেষ্টা করছে পুলিশ। অন্য দিকে, বুধবার রাতের ঘটনার পর নড়েচড়ে বসেছে আরপিএফ। স্টেশনে নজরদারি বেড়েছে।
পুরনো খবর: স্টেশন চত্বরে যুবককে কুপিয়ে খুন
|
সেই নিখোঁজ কিশোরীর দেহ উদ্ধার নদীর পাড়ে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
চার দিন পর নিখোঁজ কিশোরীর দেহ উদ্ধার হল নদীর পাড়ে। সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল মেদিনীপুর শহরের ডিএভি স্কুলের নবম শ্রেণির ছাত্রী মোনালিসা অধিকারী। শহরের রাঙামাটিতে সরকারি হোমের আবাসনে মায়ের সঙ্গে থাকত সে। ওই দিন বিকেলে গান শোনার জন্য তাকে বকাবকি করেছিলেন মা নমিতাদেবী। সামান্য মারধরও করেন। অভিমানে মা’কে না-জানিয়ে সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যায় ওই কিশোরী। পরদিন দুপুরে কংসাবতীর রেলসেতুতে নিখোঁজ ছাত্রীর সাইকেল মেলে। পরে সেতুর উপর তার জুতো এবং চাদরও পাওয়া যায়। কিন্তু কিশোরীর খোঁজ মেলেনি। বৃহস্পতিবার পুলিশ-কুকুর এনে এলাকায় তল্লাশি চালানো হয়। শুক্রবার সকালে মেদিনীপুর সদর ব্লকের পাথরায় কংসাবতী নদীর ধারে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। মোনালিসার বাবা-মা এসে দেহটি শনাক্ত করেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই কিশোরী আত্মহত্যা করেছে।
পুরনো খবর: এখনও নিখোঁজ সেই কিশোরী
|
মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুরে মিছিল ডিওয়াইএফআইয়ের।—নিজস্ব চিত্র। |
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করল সিপিএমের ছাত্র-যুব সংগঠন। শুক্রবার মেদিনীপুরে এই মিছিল হয়। নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআইয়ের জেলা সম্পাদক দিলীপ সাউ, এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডা প্রমুখ। দুই সংগঠনের কর্মী-সমর্থকরা মিছিলে যোগ দেন। সৌগত বলেন, “ রাজ্য সরকার দাম বেঁধে দিচ্ছে। তারপরও খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৭ টাকায়। আসলে, বাজার নিয়ন্ত্রণ করে মূলত ফড়েরাই। সরকারের উচিত, ফড়েদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পাইকারি বাজারে নজরদারি বাড়ানো। কিন্তু, সরকার তা করছে না।”
|
অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
দু’টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল বেলদায়। বৃহস্পতিবার রাতে বেলদা থানা এলাকার দেউলিতে এক প্রৌঢ়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার নাম অম্বিকা সাউ (৪৫)। অন্য দিকে, শুক্রবার সকালে ওই থানা এলাকার চাঁদপুর গ্রামের বাসিন্দা এক প্রৌঢ়ের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। মৃতের নাম বাদল মুখর (৪৮)। পেশায় শ্রমজীবী ওই ব্যক্তি কয়েকদিন ধরেই সাংসারিক অশান্তির মধ্যে ছিলেন বলে খবর। সাংসারিক অশান্তি সহ্য করতে না পেরেই ওই প্রৌঢ় বিষ খেয়েছেন বলে অনুমান পুলিশের। |
|