টুকরো খবর |
ছন্দে ফিরছে ঘাটাল
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ঘাটাল। শনিবার থেকেই ঘাটালের প্রধান দুই সড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে এখনও ব্লকের ও শহরের ভিতরের গ্রামগুলিতে মাঠে-ঘাটে জল জমে রয়েছে। এদিকে জল কমতেই ঘাটাল ব্লক এবং দাসপুর-১ ব্লকের প্লাবিত এলাকাগুলিতে বিক্ষিপ্ত ভাবে জলবাহিত রোগের প্রকোপ শুরু হয়েছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, দূষিত জল ব্যবহারের ফলেই জলবাহিত রোগ ছড়াচ্ছে। মহকুমাশাসক অদীপ রায় বলেন, “আমরা মাইকিং করে সচেতনতা প্রচার করছি। গ্রামের রাস্তায় রাস্তায় ব্লিচিং পাউডার ছড়ানোর কাজ চলছে। নলকূপগুলিও সংস্কারের কাজও শুরু হয়েছে।” জেলার সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বলেন, “জলবাহিত রোগ যাতে না ছাড়ায় তার জন্য একাধিক মেডিক্যাল টিম সংশ্লিষ্ট গ্রামে গিয়ে চিকিৎসা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণেই।”
|
পুজোয় সমাজসেবা
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
কালীপুজো উপলক্ষে রামজীবনপুর পুরসভায় যুবশক্তি সংগঠনের উদ্যোগে বস্ত্র বিতরণ হল। রামজীবনপুরে ফাঁড়ি সংলগ্ন এলাকায় ওই অনুষ্ঠানে শহরের একাধিক ক্লাবকে ফুটবল বিলি করা হয়। এ ছাড়াও প্রায় তিনশো মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ দেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। শতাধিক দুঃস্থ মানুষকে কম্বল এবং কাপড়ও বিলি করা হয়। সংগঠনের পক্ষে সুজিত পাঁজা বলেন, “আমরা পুজোর খরচ বাঁচিয়েই এই কাজ করেছি।”
|
সিপিএমের দাবি
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
সাম্প্রতিক অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সাহায্য, পঞ্চায়েত এলাকার সকল বাসিন্দাদের রেশন কার্ড প্রদান, রাস্তাঘাটের উন্নয়ন-সহ একাধিক দাবিতে শুক্রবার রামনগর-১ ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিল সিপিএম। সিপিএম নেতা আশিস প্রামাণিক জানান, একই দাবিতে পরে অন্যত্র ডপুটেশন দেওয়া হবে।
|
বিজয়া সম্মেলন |
রবিবার ঘাটাল মহকুমা প্রেস ক্লাবের বিজয়া সম্মেলন হল। ক্ষীরপাই শহরের হালওয়াশিয়া গ্রন্থাগারে ওই সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক কমলকৃষ্ণ বেরা, সভাপতি আশিস অধিকারী-সহ মহকুমার একাধিক সাংবাদিক। |
|