টুকরো খবর
মেট্রো চড়তে বাড়তি ভাড়া
আজ, বৃহস্পতিবার থেকে মেট্রোর ভাড়া বাড়ছে। মেট্রোর ন্যূনতম ভাড়া ৪ টাকা থেকে বেড়ে হতে চলেছে ৫ টাকা। আর সর্বোচ্চ ১৪ টাকার ভাড়া বেড়ে হবে ২৫ টাকা। সেই সঙ্গে বদল হচ্ছে মেট্রোর অন্যান্য পরিষেবাতেও। যে সব যাত্রীরা স্মার্ট কার্ড ব্যবহার করেন, তাঁরা এত দিন প্রতি বারের ভাড়ার উপরে ১ টাকা করে ছাড় পেতেন। বৃহস্পতিবারের পর থেকে সেই ছাড় আর পাওয়া যাবে না বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। অর্থাৎ টোকেন নিয়ে যাতায়াত করতে যা খরচ পড়ত, এ বার থেকে স্মার্ট কার্ডেও সেই একই টাকা দিয়ে যাতায়াত করতে হবে। তা সত্ত্বেও কোনও কোনও বিষয়ের ক্ষেত্রে যাত্রীদের কাছে স্মার্ট কার্ড টোকেনের থেকে সুবিধাজনকই থাকছে।

মেট্রোর ভাড়াবৃদ্ধি
দূরত্ব (কিমি) পুরনো ভাড়া নতুন ভাড়া
০-৫
৫-১০ ১০
১০-১৫ ১৫
১৫-২০ ১০ ১৫
২০-২৫ ১২ ২০
২৫-৩০ ১৪ ২৫
(ভাড়ার অঙ্ক টাকায়)
তবে, সেই সব সুবিধাতেও কিছু কাটছাঁট করা হচ্ছে নতুন ভাড়া চালু করার পর থেকে। সেটা কী রকম? মেট্রো সূত্রে খবর, এত দিন পর্যন্ত যাত্রীরা স্মার্ট কার্ডে যত টাকা ভরতেন, তার থেকে ২৫ শতাংশ বেশি টাকা পেতেন। এ বার সেই হার কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। ভাড়াবৃদ্ধি ও স্মার্ট কার্ডে টাকা ভরার হার কমিয়ে দেওয়ায় যাত্রী সংখ্যার উপরে তার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর এক কর্তা জানিয়েছেন, বর্তমানে মেট্রোরেলের যা ক্ষমতা, তার চেয়ে ৩০ শতাংশ বেশি যাত্রী যাতায়াত করেন। ভাড়ার পরিবর্তনের প্রভাবে এর পরে সেই যাত্রীসংখ্যা খানিকটা কমবে বলে অনুমান করছেন মেট্রো কর্তৃপক্ষ।

আগাম জামিনের আবেদন খারিজ
ক্রাইস্ট চার্চ স্কুলের অভিভাবিকা রেশমি দে-র আগাম জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। ছাত্রী-মৃত্যু ঘিরে ওই স্কুলে ভাঙচুর হয়। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েক জন বহিরাগত ও অভিভাবক-অভিভাবিকাকে গ্রেফতার করে। এ দিন শুনানির সময়ে সরকারি আইনজীবী পার্থপ্রতিম দাস জানান, রেশমীদেবী ঘটনায় প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। এ সবের জেরে স্কুলের সম্পত্তির প্রচুর ক্ষতি হয়। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারপতি নিশিথা মাত্রে ও বিচারপতি অরিন্দম সিংহের ডিভিশন বেঞ্চ আগাম জামিনের আবেদন খারিজ করে।

পুরনো খবর:

হাইকোর্টের রিপোর্ট তলব
ডিসি (দক্ষিণ) সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে কেন অভিযুক্তকে মারধর করেছেন, তা ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে কলকাতা হাইকোর্টকে। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে জানান, কোনও ব্যক্তির নামে অভিযোগ জমা পড়লেই তাকে মারতে হবে আইনে এমন কোনও কথা নেই। পুলিশ জানায়, রাসবিহারী অ্যাভিনিউয়ের এক ভ্রমণ সংস্থার মালিক অংশুমান গুপ্ত-র বিরুদ্ধে থানায় অভিযোগ জানান গৌতম রায় নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ ছিল, তিনি ৮৩ হাজার টাকা দিয়ে অংশুমানবাবুকে বিমানের টিকিট কাটতে দেন। এক সপ্তাহ পরে তিনি জানান, তিনি টিকিট কেটে নিয়েছেন। গৌতমবাবু টাকা ফেরত চাইলে অংশুমানবাবু জানান, তিনি ইতিমধ্যেই টিকিট বুক করে ফেলেছেন। এর পরেই গৌতমবাবু লেক থানায় অভিযোগ দায়ের করেন। অংশুমানবাবু মানবাধিকার কমিশনে অভিযোগ জানান, পুলিশ বাড়িতে এসে তাঁকে মেরেছে। বারবার থানায় ডেকে পাঠিয়ে তাঁকে হুমকিও দেওয়া হয়েছে। মানবাধিকার কমিশন ডিসি (দক্ষিণ)-কে ১৫ দিনের মধ্যে ঘটনার রিপোর্ট জমা দিতে বলে। ডিসি তা দেননি। তার পরে বিচারপতি ডিসি-র কাছে রিপোর্ট চান।

মহিলার দেহ উদ্ধার
গুরুতর আহত এক মহিলাকে উদ্ধার করল রেল পুলিশ। বুধবার, হাওড়া স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে। অজ্ঞাতপরিচয় ওই মহিলার গলায় গভীর ক্ষত মিলেছে। দেহের পাশ থেকে মিলেছে একটা রক্তাক্ত ব্লেডও। রেল পুলিশ সূত্রে খবর, এ দিন ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রেল পুলিশ জানায়, মহিলা কথা বলার মত অবস্থায় নেই। কিছুটা সুস্থ হলে তাঁর পরিচয় জানার চেষ্টা করা হবে। কী ঘটেছিল তাও তখন জানা যাবে। তবে রেল পুলিশের অনুমান, মহিলা নিজেই গলায় ব্লেড চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন।

অভিযুক্ত গ্রেফতার
কড়েয়া-কাণ্ডে অন্যতম অভিযুক্ত মহম্মদ হাসিমুদ্দিন ওরফে নানা গ্রেফতার হল। লালবাজার সূত্রে খবর, চেতলা থেকে মঙ্গলবার তাকে ধরা হয়। তার কাছে একটি আগ্নেয়াস্ত্রও মিলেছে। সম্প্রতি কড়েয়া থানার তিলজলা রোডে বোমার আঘাতে মহম্মদ ইয়াসিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়। জখম হন মহম্মদ আক্রম নামে আরও এক জন। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এর আগে আমির ও সাবির নামে দুই দুষ্কৃতীকে ধরা হয়েছিল।

জাল পাসপোর্ট
নেপালের পাসপোর্ট নিয়ে ধরা পড়ল এক বাংলাদেশি যুবক। বুধবার, বিমানবন্দর থেকে। পুলিশ সূত্রের খবর, আবুল কালাম (৩২) নামে ওই যুবক দোহা থেকে কলকাতায় আসে। কিন্তু তার কাছ থেকে মিলেছে নেপালের সুরেন্দ্র যাদব নামে এক যুবকের পাসপোর্ট। ওই পাসপোর্টের ছবি বদলে ফেলা হয়েছিল। অভিবাসন দফতর তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.