মোবাইল পরিষেবার টুজি স্পেকট্রাম নিলামের ক্ষেত্রে বাড়তি দরের সুপারিশ করল টেলিকম কমিশন। কেন্দ্রীয় টেলিকম দফতরের এই আন্তঃ-মন্ত্রক কমিটি নিলামের ন্যূনতম দাম ধার্য করার জন্য টেলিকম নিয়ন্ত্রক ট্রাইয়ের বেঁধে দেওয়া দরের তুলনায় বুধবার এই বাড়তি দামের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে:
• সর্বভারতীয় স্তরে ১৮০০ মেগাহার্ৎজ স্পেকট্রাম নিলামে ১৫% বাড়তি দরের সুপারিশ
• দিল্লি, মুম্বই ও কলকতার জন্য ৯০০ মেগাহার্ৎজ স্পেকট্রাম নিলামে ২৫% বাড়তি দরের সুপারিশ
সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিগোষ্ঠীর কাছে এই সুপারিশ পাঠিয়ে দিয়েছে কমিশন। ১৮০০ মেগাহার্ৎজ ব্যান্ডের ক্ষেত্রে প্রতি মেগাহার্ৎজ-এ দিল্লির জন্য ২১৮.৯০ কোটি, মুম্বইয়ের জন্য ২০৬.৭৪ কোটি ও কলকাতার জন্য ৭৩.১৩ কোটি টাকা ন্যূনতম দাম ধরতে বলেছে কমিশন। ৯০০ মেগাহার্ৎজ-এর জন্য তা দিল্লিতে ৩৫৯.৬৫ কোটি, মুম্বই ৩২৭.৫০ কোটি, কলকাতা ১২৫.২৭ কোটি। এই বর্ধিত দামও আগের বারের দরের চেয়ে কম।
তৃতীয় দফার এই স্পেকট্রাম নিলাম জানুয়ারির মধ্যে হওয়ার কথা বলে এ দিন জানান টেলিকম সচিব এম এফ ফারুকি। এই খাতে কমপক্ষে ১১ হাজার কোটি টাকা রাজস্ব বাবদ ঘরে তোলার আশা করছে কেন্দ্র।
সংযুক্তি ও অধিগ্রহণের ক্ষেত্রেও নয়া নীতিতে সায় দিয়েছে কমিশন। নীতি অনুসারে সংযুক্ত সংস্থার বাজার দখল ৫০% পর্যন্ত হতে পারবে। আগে তা ছিল ৩৫%। সংযুক্তির পর থ্রিজি স্পেকট্রামের ক্ষেত্রে দু’টি ব্লক হাতে রাখতে পারবে সংস্থাগুলি।
|