ঋণে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
ঋণে সুদ বাড়াল স্টেট ব্যাঙ্ক। তারা জানিয়েছে, বেস রেট ২০ বেসিস পয়েন্ট বেড়ে হচ্ছে ১০%। পাশাপাশি, পিএলআর-ও একই হারে বেড়ে হচ্ছে ১৪.৭৫%। এর ফলে বাড়তে চলেছে ব্যাঙ্কের গাড়ি, গৃহ এবং ভোগ্যপণ্য ঋণে সুদের হার। তবে নতুন ঋণের ক্ষেত্রে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সুদে বিশেষ ছাড় দেওয়ার কথা জানিয়েছে ব্যাঙ্কটি। উল্লেখ্য, এর আগেই বেস রেট ২০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০% করেছে এইচডিএফসি ব্যাঙ্কও। এ দিকে, বিভিন্ন মেয়াদের আমানতে সুদের হারে পরিবর্তন করেছে অ্যাক্সিস ব্যাঙ্ক। ১ কোটি টাকার কম জমার ক্ষেত্রে দু’টি মেয়াদে সুদ ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে তারা। পাশাপাশি, ৯টি মেয়াদের ক্ষেত্রে ওই একই হারে সুদ কমিয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক।
|
৬টি সিমেন্ট কারখানা গড়ছে বিড়লা কর্প
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ব্যবসা সম্প্রসারণে দেশে ছ’টি নতুন সিমেন্ট কারখানা গড়তে চলেছে বিড়লা কর্প। এম পি বিড়লা গোষ্ঠীর সংস্থাটি জানিয়েছে, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও বিহারে একটি করে ও মধ্যপ্রদেশে তিনটি কারখানা তৈরি করবে তারা। এ জন্য মোট লগ্নির অঙ্ক ৯৫০ কোটি টাকা। ছ’টি কারখানার মিলিত উৎপাদন ক্ষমতা বছরে ৪৫ লক্ষ টন। সংস্থার দাবি, জুলাই থেকে সেপ্টেম্বরে তারা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি সিমেন্ট বাজারে এনেছে। এ দিকে, ওই ত্রৈমাসিকে বিড়লা কর্পের নিট মুনাফা ৮০ কোটি থেকে কমে হয়েছে ৪২ কোটি টাকা। মূলত বাজারে মন্দা, উৎপাদন ব্যয় এবং জ্বালানি খরচ বৃদ্ধির কারণেই মুনাফা কমেছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান হর্ষবর্ধন লোঢা।
|
জরিমানার বিরুদ্ধে আবেদন গুপ্তের
সংবাদ সংস্থা • নিউ ইয়র্ক |
বেআইনি ভাবে সংস্থার গোপন তথ্য লেনদেনের অভিযোগে মার্কিন আদালতের ১.৩৯ কোটি ডলার জরিমানার নির্দেশের বিরুদ্ধে আবেদন করলেন রজত গুপ্ত। প্রাক্তন এই ম্যাকিনসে কর্তার আইনজীবী বুধবার বলেন, গুপ্তের দেওয়া তথ্যের সাহায্যে একই অপরাধে অভিযুক্ত রাজারত্নম যে পরিমাণ মুনাফা করেছেন, ওই জরিমানা তার তিনগুণ। অথচ রজত গুপ্ত নিজে এর মাধ্যমে কোনও মুনাফা করেননি। পাশাপাশি, কোনও সরকারি সংস্থার ডিরেক্টর বা অফিসার পদে গুপ্ত যোগ দিতে পারবেন না বলে যে-নির্দেশ আদালত দিয়েছে, তার বিরুদ্ধেও আবেদন করেছেন তিনি।
|
বাজারে নতুন মোটরবাইক আনল বজাজ অটো। সংস্থার দাবি, ডিসকভার ১০০এম পেট্রোল চালিত বাইকটি ১ লিটারে ৮৪ কিমি পর্যন্ত চলবে। দাম শুরু প্রায় ৪৮ হাজার টাকা থেকে। |