বাজারে বিশেষ একটি জীবন বিমা প্রকল্প আনল বিড়লা সান লাইফ। সংস্থার দাবি, তাদের ‘ভিশন লাইফ সিকিওর প্ল্যান’ নামের প্রকল্পটিতে ১০০ বছর বয়স পর্যন্ত বিমার সুবিধা পাওয়া যাবে। বিমার মেয়াদের পুরো সময় ধরে বোনাসও মিলবে। উন্নত চিকিৎসার কল্যাণে এখন মানুষের গড় আয়ু অনেকটাই বেড়ে গিয়েছে। সে কথা মাথায় রেখেই ওই সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থা। এ ছাড়া, মেয়াদ শেষেও পাওয়া যাবে বিশেষ বোনাস। ১০০ বছরের আগে গ্রাহকের মৃত্যু হলে বা ১০০ বছর পূর্ণ করলে নিশ্চিত সুবিধা রয়েছে।
|
উৎসবের মরসুমে বিভিন্ন মেয়াদি আমানতে সুদ বাড়াল এলাহাবাদ ব্যাঙ্ক। ১ কোটি টাকার নীচে জমায় সুদ ১২০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ব্যাঙ্কটি। ৩০-৪৫ দিনের আমানতে সুদ ৬% থেকে বেড়ে হল ৬.৫০%। ৪৬-৬০ এবং ৬১-৯০ দিনের ক্ষেত্রে তা ৭% থেকে বেড়ে হয়েছে ৭.৫০%। ৯১ থেকে ১৭৯ দিনের জমায় সুদ ৭.৩০% থেকে বেড়ে ৮.৫০% হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। অন্য দিকে, ১৮০ থেকে ২৬৯ দিন এবং ৩ বছর থেকে ৫ বছর পর্যন্ত জমায় সুদ বেড়ে হল যথাক্রমে ৮.৫০% এবং ৯.০৫%। প্রবীণ নাগরিকরা প্রতি ক্ষেত্রেই নিয়ম অনুসারে অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদ পাবেন। |