সাহিত্যে প্রথম ভারতীয় হিসেবে তিনিই নোবেল পুরস্কার এনেছিলেন এ দেশে। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই নোবেল জয়ের একশো বছর পূর্তি উপলক্ষে সুইডেনের দূতাবাস আয়োজন করছে ‘সুইডেন ইন্ডিয়া নোবেল মেমোরিয়াল উইক’। ৮ নভেম্বর অর্থাৎ শুক্রবার থেকে উদ্যাপনের সপ্তাহ শুরু হবে বলে ঘোষণা করেছে দূতাবাস। উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে আয়োজন করা হয়েছে ‘টেগোর নাও’ নামে এক আলোচনাচক্রের।
বিশিষ্ট গবেষক এবং অনুবাদক রাধা চক্রবর্তী, চিত্র পরিচালক ‘কিউ’, এবং নাট্যকর্মী প্রকাশ বেলওয়াড়ি এবং শীর্ষেন্দু চক্রবর্তী হাজির থাকবেন সেই অনুষ্ঠানে। দূতাবাসে উন্মোচন করা হবে রবীন্দ্রনাথের একটি মূর্তিও। আর তার নীচে খোদাই করা থাকবে ‘গীতাঞ্জলি’র ইংরেজি অনুবাদের কিছু অংশও। তা ছাড়া বালি-শিল্পী সুদর্শন পট্টনায়ককেও পুরীর তীরে বালি দিয়ে রবীন্দ্রনাথের একটি মূর্তি তৈরির দায়িত্বও দিয়েছে দূতাবাস।
আগামী ১২ নভেম্বর তা উন্মোচন করা হবে। ১৯১৩ সালে নোবেল নৈশাহারে যে সব পদ রান্না করা হয়েছিল, সেই মেনুই রান্না করা হবে ‘নোবেল মেমোরিয়াল ডিনার’-এ। তা ছাড়া, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুণে, চেন্নাই। কলকাতা, আমদাবাদ, মুম্বইয়ে সেমিনার, কুইজ ইত্যাদিরও আয়োজন করা হয়েছে। ভারতীয় নোবেলজয়ীদের সম্মান জানাতে এগিয়ে এসেছে দিল্লি মেট্রো কর্পোরেশনও। ভারতীয় নোবেলজয়ীদের সম্মান জানাতে রাজীব চক মেট্রো স্টেশনে ‘নোবেল মেমোরিয়াল ওয়াল’-এর উন্মোচন করবে তারা। |