আর পাঁচটা দিনের মতোই রাতঘুমের আলস্য ভেঙে বাড়ছিল কাজের ব্যস্ততা।
চিনের শানসি প্রদেশের বাসিন্দা লিউ গুয়োলিয়াংও সকালেই বেরিয়ে পড়েছিলেন অফিস যাওয়ার জন্য। ইংজি ওভারপাস দিয়ে ছুটছিল গাড়ি। সাড়ে সাতটা নাগাদ তাইউয়ানের কমিউনিস্ট পার্টির অফিসের সামনে ট্র্যাফিক সিগন্যালে গাড়ি থামিয়েছিলেন লিউ। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ছোট ভ্যানটাও চোখে পড়েছিল। কিন্তু তখন ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি, আর মিনিট দশেকের মধ্যে বিস্ফোরণ ঘটতে চলেছে ওই ভ্যানেই। সিগন্যালটা খোলার সঙ্গে সঙ্গেই প্রচণ্ড শব্দে কেঁপে উঠল এলাকা। সেই সঙ্গে ঘন ধোঁয়ায় আটকে গেল দৃষ্টি। আর ওই ধোঁয়ার ভিতর থেকেই শোনা গেল পরপর আরও ছ’টা বিস্ফোরণের শব্দ।
বুধবার শানসি প্রদেশের কমিউনিস্ট পার্টির অফিসের সামনে এই ধারাবাহিক বিস্ফোরণে এ পর্যন্ত নিহত অন্তত এক জন। আহত আরও আট। এক জনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংস হয়ে গিয়েছে দু’টি গাড়িও।
বিস্ফোরণগুলি থামার পরেই এলাকা জুড়ে ছড়িয়ে থাকতে দেখা যায় অসংখ্য ছোট ছোট ধাতব টুকরো ও বিভিন্ন ধ্বংসাবশেষ। ধাতব টুকরোগুলি দেখে প্রাথমিক তদন্তে অনুমান, ঘরোয়া পদ্ধতিতে তৈরি বিস্ফোরক দিয়েই আইইডির মাধ্যমে ঘটানো হয়েছে বিস্ফোরণগুলি। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। মাসের ২৮ তারিখে চিনের তিয়েন আন মেন স্কোয়ারে জঙ্গি হামলার সপ্তাহ দুয়েক পরেই ফের বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। তখন তল্লাশিতে পুলিশের হাতে এসেছিল পেট্রোলের ব্যারেল, ছুরি, লোহার রড, একাধিক মৌলবাদী-চরমপন্থী পোস্টার। চিনা পুলিশ জানিয়েছিল, সেটাই চিনের প্রথম সন্ত্রাসবাদী হামলা। অভিযোগের আঙুল শিনজাং প্রদেশের উইঘুর জঙ্গিদের দিকে। আজকের এই বিস্ফোরণের সঙ্গেও সে দিনের জঙ্গি হামলার যোগ থাকতে পারে বলেই অনুমান চিনা পুলিশের। সন্দেহের তির শিনজাং প্রদেশে আল-কায়দার সঙ্গে যুক্ত বিচ্ছিন্নতাবাদী ‘ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট’ (ইটিআইএম)-এর জঙ্গিদের দিকে। |