পাক বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মনমোহন
র্তমান ইউপিএ সরকারের শেষ পর্যায়ে পাকিস্তানের উপর চাপ তৈরি করে ভোটারদের বার্তা দিতে চাইছে মনমোহন সরকার। সেই উদ্দেশ্যেই পাকিস্তানের বিদেশমন্ত্রী শরতাজ আজিজকে আলোচনায় ডাকলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।
১১ নভেম্বর দিল্লিতে শুরু হচ্ছে এশীয়-ইউরোপীয় বিদেশমন্ত্রী সম্মেলন। সংশ্লিষ্ট অন্যান্য দেশের বিদেশমন্ত্রীদের পাশাপাশি ভারতে আসছেন পাকিস্তানের শরতাজ আজিজও। সম্মেলনের পাশাপাশি বিদেশমন্ত্রী সলমন খুরশিদের সঙ্গে বৈঠক স্থির ছিল তাঁর। কিন্তু খুরশিদের পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলতে চেয়ে আর্জি জানায় পাকিস্তান। আজিজকে সময় দিয়েছেন মনমোহন।
বিদেশনীতির প্রশ্নে সরকারের এখন কিছুই হারানোর নেই। সামনেই ভোট। তাই ইসলামাবাদের উপর চাপ তৈরি করাটা কংগ্রেসের রাজনৈতিক বাধ্যবাধকতা। ভারত-পাক সীমান্ত বরাবর পাকিস্তানের সেনাবাহিনীর মদতে অনুপ্রবেশ এবং হত্যার ঘটনায় উত্তাল হয়েছে সংসদ। বিরোধী দলগুলি দফায় দফায় অধিবেশন মুলতুবি করে সরকারের বিরুদ্ধে নিশ্চেষ্টতার অভিযোগ করেছে। ভোট প্রচারে সরকারের পাক-নীতি নিয়েও নামতে চলেছে বিজেপি। এমন একটি পরিস্থিতিতে পাক বিদেশমন্ত্রীকে জানানো হবে ইসলামাবাদের সঙ্গে যে কোনও আলোচনার পূর্বশর্ত, ভারত-বিরোধী সন্ত্রাস বন্ধ, মুম্বই হামলায় অভিযুক্তদের দ্রুত শাস্তি।
তাৎপর্যপূর্ণ ভাবে চিনের বিদেশমন্ত্রীর সঙ্গেও একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। রবিবার নয়াদিল্লিতে রাশিয়া, চিন ও ভারতের একটি ত্রিপাক্ষিক বৈঠক হতে চলেছে। তারই পার্শ্ববৈঠকে দু’দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলবেন খুরশিদ। চিনা সেনার সাম্প্রতিক অনুপ্রবেশের ঘটনা নিয়ে বিতর্ক চলছে। ফের আলোচনার সুযোগ পাওয়ায় সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত দৌত্যের সুযোগ ছাড়তে চাইছে না ভারত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.