টুকরো খবর
তেজস্ক্রিয়তায় মৃত্যু আরাফতের
স্বাভাবিক মাত্রার থেকে অন্তত ১৮ গুণ বেশি তেজস্ক্রিয় পোলোনিয়াম মিলল প্যালেস্তাইনের প্রাক্তন প্রেসিডেন্ট ইয়াসের আরাফতের দেহাবশেষে। গত বছর নভেম্বরে আরাফতের দেহাবশেষ কবর থেকে তুলে রাসায়নিক পরীক্ষা শুরু করেন সুইডেন, ফ্রান্স এবং রাশিয়ার ফরেন্সিক বিশেষজ্ঞরা। সম্প্রতি এ নিয়ে ১০৮ পাতার একটি রিপোর্ট প্রকাশ হয়েছে। সেখানেই দাবি করা হয়েছে, মাত্রাতিরিক্ত পোলোনিয়ামের কারণেই বিষক্রিয়া ঘটেছিল তাঁর দেহে। তার জেরেই ২০০৪ সালে মারা যান তিনি। তাঁর মৃত্যুর পরেই অভিযোগ উঠেছিল, বিষপ্রয়োগ করে খুন করা হয়েছে আরাফতকে। ফরেন্সিক রিপোর্টে সেই দাবিই সত্যতা পেল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। মঙ্গলবার আরাফতের স্ত্রীর হাতে ওই রিপোর্ট তুলে দেওয়া হয়।

কলম্বোয় যেতে পারেন প্রধানমন্ত্রী
নিজের দল কংগ্রেস ও দক্ষিণ ভারতের তামিল দলগুলির আপত্তি সত্ত্বেও সম্ভবত কলম্বো যাচ্ছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। বিদেশ মন্ত্রক সূত্রে অন্তত তেমনই ইঙ্গিত মিলেছে। এ মাসের ১৫ তারিখ শুরু হচ্ছে শ্রীলঙ্কায় কমনওয়েলথ গোষ্ঠীভূক্ত দেশগুলির সম্মেলন। ফলে এই সপ্তাহের শেষেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে সরকারকে। শ্রীলঙ্কার নর্দার্ন প্রভিন্স-এর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তামিল অধ্যুষিত জাফনা সফরে আমন্ত্রণ জানানোয় পরিস্থিতির বদলেছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, সে ক্ষেত্রে মনমোহন জাফনাতেও যাবেন। তামিল আবেগকে গুরুত্ব দিয়ে কংগ্রেস নেতৃত্ব গোড়া থেকেই শ্রীলঙ্কা সফরের বিপক্ষে ছিলেন। কিন্তু খাস জাফনা থেকে আমন্ত্রণ আসায় বিষয়টি নতুন মাত্রা পেয়ে গিয়েছে।

নিয়মের গেরোয়
নতুন শ্রম নীতির ফাঁসে আরব থেকে দেশে ফিরে আসছেন এক লক্ষ চৌত্রিশ হাজার ভারতীয়। অনুপ্রবেশকারীদের আটকাতে নয়া নিয়ম চালু করেছে সৌদি আরব প্রশাসন। বৈধ ভিসা-পাসপোর্ট না থাকায় দেশে ফিরে আসতে বাধ্য হচ্ছেন বহু ভারতীয় শ্রমিক। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, পরিস্থিতির দিকে নজর রাখছেন তাঁরা। আরবে এখনও কোনও ভারতীয়কে হেনস্থা করা হয়নি। বাড়ি বাড়ি ঢুকে তল্লাশিও চালাচ্ছে না পুলিশ। ইতিমধ্যেই ভারতে ফিরে এসেছেন অনেকে। তাঁদের সাহায্যের সব রকম বন্দোবস্ত করা হবে বলেও আশ্বাস দিয়েছে বিদেশ মন্ত্রক।

মুক্ত মুশারফ
প্রায় ছ’মাস গৃহবন্দি থাকার পর মুক্তি মিলল প্রাক্তন পাক সামরিক শাসক পারভেজ মুশারফের। বুধবার বেনজির ভুট্টো হত্যা-সহ চারটি বড় মামলায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে পাক আদালত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.