পথশিশুদের ভাইফোঁটা কাকদ্বীপে
নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ |
ওরা সকলেই অনাথ, দুঃস্থ। কারও বাবা মারা গিয়েছেন মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে, কারওর মা অন্যের বাড়ি পরিচারিকার কাজ করেন, কেউ বা জাল বোনার কাজ করে সংসার চালান। প্রতি বছরে এই দিনে ইচ্ছা থাকলেও দারিদ্রতার কারণে ওরা ভাইফোঁটার আয়োজন করতে পারে না। কাকদ্বীপে মূলত বেশিরভাগই মৎস্যজীবী পরিবারের বাস। প্রতিদিনের রুজি, রোজগারের টানে আড়ম্বর তো দূরের কথা, আয়োজনই হয়ে ওঠে না অনেক পরিবারে। আশপাশের সম্পন্ন পরিবারের বাড়ি থেকে শাঁখের আওয়াজ শুনে মন খারাপ হলেও উপায় থাকে না কচিকাঁচাদের। তাই ওই সমস্ত অসহায় পরিবারের কচিকাঁচাদের একটু আনন্দ দিতে সুধাংশু পাইক নামে এক চা-দোকানি এই দিনে আয়োজন করেন গণ-ভাইফোঁটার। প্রতি বছরই এই দিনে তার আয়োজিত অনুষ্ঠানে হাজির থাকে শতাধিক কচিকাঁচা।
|
ময়নাতদন্তে মিলল না আঘাতের চিহ্ন
নিজস্ব সংবাদদাতা • কুলতলি |
পুলিশি হেফাজতে মৃত কুলতলির বাসিন্দা করিম গাজি(৩৫)-র গায়ে কোনও আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন ময়না তদন্তকারীরা। মঙ্গলবার এক ম্যাজিষ্ট্রের উপস্থিতিতে করিম গাজির ময়না তদন্ত করা হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে করিম গাজির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ময়না তদন্তকারীদের অনুমান। মৃতের ভিসেরা সংগ্রহ করা হয়েছে। তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। রবিবার সকালে কুলতলি থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ করিম গাজিকে গ্রেফতার করা হয়। থানায় আনার পর বুকে ব্যাথা অনুভব করে করিম। তারপর তাঁকে দু’দফায় জয়নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিকটতম হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করেন জয়নগর গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে করিমের মৃত্যু হয়।
পুরনো খবর: পুলিশ হেফাজতে মৃত্যু
|
নক আউট ফুটবলে চ্যাম্পিয়ন বিএসএস
নিজস্ব সংবাদদাতা • সাগর |
পাঁচদিন ব্যাপী নক আউট ফুটবলে চ্যাম্পিয়ন হল বিএসএস সাগর সৈকত ধসপাড়া। শুক্রবার সাগরপাড়া স্মৃতি সঙ্ঘের উদ্যোগে সাতটি দলকে নিয়ে শুরু হয় এই প্রতিযোগিতা। মঙ্গলবার ফাইনালে বিএসএস সাগর সৈকত ধসপাড়ার মুখোমুখি হয় কয়লাপাড়া নজরুল সঙ্ঘ। নির্দিষ্ট সময়ে খেলার ফল ২-২ থাকায় টাইব্রেকারেও খেলার ফল সমান থাকে। এরপরই টসের মাধ্যমে জয়ী হয় সাগর সৈকত ধসপাড়া। জয়ী এবং বিজিত দলের হাতে নগদ অর্থ এবং ট্রফি তুলে দেওয়া হয়। খেলা দেখতে ভিড় করেছিলেন বহু মানুষ।
|
শব্দবাজি নিয়ে সংঘর্ষ, অভিযুক্ত কাউন্সিলর |
নিমতার নন্দননগরে শব্দবাজি ছোড়া নিয়ে দু’টি গোষ্ঠীর সংঘর্ষের জেরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতে নন্দননগরে দুঃস্থদের কম্বল বিতরণের একটি অনুষ্ঠান চলছিল। তখনই সেখান দিয়ে স্থানীয় একটি ক্লাবের কালীপ্রতিমা বিসর্জনের শোভাযাত্রা যাচ্ছিল। শোভাযাত্রা থেকে ওই অনুষ্ঠানে শব্দবাজি ছোড়া নিয়ে হাতাহাতি হয়। অভিযোগের তির উত্তর দমদম পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্যাণ কর এবং তাঁর ছেলে কৌশিকের বিরুদ্ধে। ওই শোভাযাত্রা পরিচালনা করছিলেন তাঁরাই। অভিযোগ, ঘটনার ঘণ্টাখানেক পরে কল্যাণবাবু দলবল নিয়ে তপন চক্রবর্তী নামে নিমতার এক তৃণমূল নেতার উপরে চড়াও হন। তপনবাবুর একটি দাতব্য চিকিৎসালয় আছে। সেখানেও ভাঙচুর চালানো হয়। তপনবাবুকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। কামারহাটির বিধায়ক ও পরিবহণমন্ত্রী মদন মিত্র মঙ্গলবার ঘটনাস্থলে যান। দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।
|
কামারহাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে পথশিশুদের নিয়ে ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল মঙ্গলবার। উপস্থিত ছিলেন স্বামী নিত্যরূপানন্দ, স্বামী গিরিজানন্দ, পরিবহণমন্ত্রী মদন মিত্র, জাদুকর মানেকা সরকার প্রমুখ। ঘোলা উৎসব চিলড্রেন হোমে আবাসিকদের ফোঁটা দেয় স্থানীয় বালিকারা। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। |