বুক চিতিয়ে দাঁড়িয়েছিল বামেরা, সূর্য
নিজস্ব সংবাদদাতা • হাসনাবাদ |
হাসনাবাদে জনসভায়। —নিজস্ব চিত্র। |
মূল্যবৃদ্ধি এবং রাজ্যের আইন-শৃঙ্খলার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। রবিবার হাসনাবাদের ভেবিয়া চৌমাথার হাটখোলায় এক জনসভায় এসেছিলেন সূর্যকান্তবাবু। সেখানেই তিনি বলেন, “বামফ্রন্টের ক্ষমতা কমার সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দামও হু হু করে বাড়ছে। পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। আর উনি (মমতা) দাম বেঁধে দিচ্ছেন।” বিরোধী দলনেতার কটাক্ষ, দশ বছর আগে মমতা যখন দিল্লিতে ছিলেন, সে সময়ে এ সবের বিরুদ্ধে তিনি কোনও প্রতিবাদ করেননি।” পাশাপাশি সূর্যকান্তবাবুর দাবি, “বামফ্রন্টই তখন বুক চিতিয়ে দাঁড়িয়েছিল।”গত ৯ সেপ্টেম্বর রাতে খুন হন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সদ্য নির্বাচিত সভাপতি তথা সিপিএম নেতা জাহাঙ্গির আলম। সে প্রসঙ্গ তুলে সূর্যকান্তবাবুর হুঁশিয়ারি, “মনে রাখতে হবে, এ ভাবে বামেদের শেষ করা যায় না।” তাঁর মতে, প্রতি দিন সকালে সংবাদপত্র খুলেই গণধর্ষণের খবর দেখতে হচ্ছে। মা-বোনেদের রাস্তায় বের হওয়ার উপায় নেই।” এই সূত্রেই তাঁর প্রশ্ন, “এ সব দেখে কি মনে হচ্ছে, রাজ্য ঠিক লোকের হাতে ঠিক ভাবে চলছে?”
|
পুলিশ হেফাজতে মৃত্যু হল এক বন্দির। রবিবার বিকেলে কুলতলি থানা এলাকার ঘটনা। পুলিশ সূত্রের খবর, এ দিন দুপুরে করিম গাজি (৩৫) নামে এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র-সহ ধরে পুলিশ। বুকে ব্যথা হচ্ছে বলায় তাকে স্থানীয় জামতলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা ওষুধ দেওয়ার পরে তাকে থানায় আনা হয়। পুলিশের দাবি, ফের বুকে ব্যথা শুরু হয় করিমের। প্রথমে ওই স্বাস্থ্যকেন্দ্র ও পরে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা করিমকে মৃত বলে জানান। চিকিৎসকদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই যুবকের। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী বলেন, “ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত শুরু হয়েছে।” |