জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না করিম |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ওকোলি ওডাফা আর এরিক মোরান্ডার মতো বিদেশিদের ছাড়াই মোহনবাগানকে অপরাজিত রাখার নতুন চ্যালেঞ্জ নিয়েছেন করিম বেঞ্চারিফা।
চোটের জন্য বাগানের দুই বিদেশি স্ট্রাইকারই এখন কলকাতায়। মঙ্গলবার শিলংয়ে সালগাওকর-রাংদাজিদ ম্যাচ (ফল ২-২) দেখে ফেরার পথে করিম বলছিলেন, “ওডাফারা থাকলে অবশ্যই আমার দল আরও বেশি শক্তিশালী হত। কিন্তু ওডাফা বা এরিককে ছাড়াও যে মোহনবাগান জিততে পারে সেই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ছেলেরা। সাবিথদেরও এখন সমীহ করছে বিপক্ষরা। এটার দরকার ছিল।’’
লাজং এফসি-র বিরুদ্ধে সাবিথের সঙ্গী কে হবেন? শঙ্কর ওঁরাও না মণীশ ভার্গব? তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রেখে দিয়েছেন মরক্কান কোচ। করিমের দাবি, “টিম নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিইনি।” তবে শোনা যাচ্ছে, শঙ্কর ওঁরাও সাবিথের জুটি হতে পারেন।
শিলংয়ের আবহাওয়া, স্টেডিয়ামের শব্দব্রহ্ম-এই সবই আজ বুধবার লাজংয়ের পক্ষে যাবে। তবে এবারের আই লিগেই এই লাজংকেই ৪-০ হারিয়েছিল মার্কোস ফালোপার ইস্টবেঙ্গল। করিমের কাছে এটাও কিন্তু আরও একটি চ্যালেঞ্জ। সে জন্যই তিন পয়েন্ট পেতে মরিয়া কাতসুমিদের কোচ। করিম বললেন, “লাজং খুবই শক্তিশালী দল। আগের ম্যাচে মহমেডানকে হারিয়েছে। তবে শিলংয়ে এসে লাজংয়ের বিরুদ্ধে তিন পয়েন্ট পেলে আই লিগে আমরা শক্ত জমিতে দাঁড়াব।”
|