টোলগেকে বাদ দিয়েই আজ নামতে পারে মহমেডান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
টোলগে ওজবেকে কি রিজার্ভ বেঞ্চে রেখেই আজ বুধবার খেলতে নামবে মহমেডান? ম্যাচ শুরুর চব্বিশ ঘণ্টা আগে সাদা-কালো শিবিরের কোচ আবদুল আজিজ যা অনুশীলন করিয়েছেন তাতে সেই সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। এ দিন অনুশীলনে প্রথম টিমে জোসিমারের সঙ্গী করা হয়েছিল অজয় সিংহকে। টোলগেকে কি প্রথম একাদশে রাখছেন? “এখনও ঠিক করিনি,” বলে দিয়েছেন আজিজ। মুম্বই এফসির বিরুদ্ধে জোসিমার-অজয়কে সামনে রেখে পেনকে একটু পিছন থেকে খেলানো হতে পারে। মহমেডান কোচ বলছিলেন, “আমরা চ্যালেঞ্জ নিতে তৈরি।” কোচের সঙ্গে একমত দলের অধিনায়ক লুসিয়ানোও। “মুম্বই এফসিও যথেষ্ট শক্তিশালী। তবে এরকম ম্যাচ জিততে না পারলে এগোন যাবে না,” অনুশীলনের পর বলে দিয়েছেন তিনি। পেনদের প্রতিপক্ষ মুম্বই এএফসি শেষ তিনটে ম্যাচে জিততে না পারলেও, মহমেডানের বিরুদ্ধে কোনওমতেই হারতে চান না। কোচ খালিদ জামিল বলছেন, “মহমেডান শক্তিশালী দল। ক্লাইম্যাক্সের মতো অভিজ্ঞ ফুটবলার আমার টিমে আছে। হেরে ফিরতে চাই না।”
পুরনো খবর: ফের হার টোলগেদের
|
বুধবারে
আই লিগ ফুটবলমোহনবাগান: লাজং এফ সি (শিলং ৫-৩০), মহমেডান: মুম্বই এফ সি (যুবভারতী) ২-০০),
ডেম্পো: চার্চিল ব্রাদার্স (দুলের), পুণে এফ সি: বেঙ্গালুরু এফ সি (পুণে)।
|
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ মহারণে মুখোমুখি বার্সেলোনা-এসি মিলান। ইতালীয় লিগ ‘সেরি আ’-তে নিজেদের শেষ ম্যাচে ফিওরেন্তিনার সঙ্গে হেরে মানসিক ভাবে পিছিয়ে মিলান। কাম্প ন্যু-তে বার্সার সঙ্গে অ্যাওয়ে ম্যাচের আগে মিলান কোচ আলেগ্রি বলেছেন, “ফিওরেন্তিনা ম্যাচের মতো খেললে আবার হারব। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সবার আগে ভাল ফুটবল খেলতে হবে। তারপর ফলের কথা ভাবব।” পাশাপাশি অক্টোবর মাসে মাত্র একটা গোল করেছেন মেসি। কিন্তু গোলের খরা চললেও মেসির অভিজ্ঞতাও দলকে সাহায্য করছে, জানাচ্ছেন বার্সার তরুণ তারকা পেদ্রো। “মেসি গোল পাচ্ছে না ঠিকই। তা বলে ম্যাচে ওর গুরুত্ব কমে যায়নি। ইতালীয় ডিফেন্সের বিরুদ্ধে মেসি আমাদের অপরিহার্য অঙ্গ।”
|
হোসে মোরিনহো যুক্ত লিওনেল মেসি। এই স্বপ্নের কম্বিনেশনই দেখা যেত চেলসিতে। বিশ্বফুটবলের সবচেয়ে বড় ট্রান্সফার নাকি হতে চলেছিল এই মরসুমে। জনপ্রিয় স্পোর্টস ব্র্যান্ড ‘অ্যাডিডাস’-এর স্পন্সসরশিপে ২১ কোটি পাউন্ডে মোরিনহোর চেলসিতে সই করার কথা ছিল মেসির। যার অর্ধেক দিতে রাজি ছিল স্পনসর। জাভি-ইনিয়েস্তার ক্লাব বাধা দিতে চাইলেও যদি মোরিনহোর ক্লাব মেসির ‘বাই আউট ক্লস’ (২১০ কোটি পাউন্ড) দিত, তবে এলএম টেন-কে ছেড়েই দিতে হত বার্সেলোনাকে।
|
নভেম্বরেই দক্ষিণ আফ্রিকায় দু’টো টি-টোয়েন্টি ও তিনটে ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলতে চলেছে পাকিস্তান। টাকা তুলতেই এই সিরিজ খেলার সিদ্ধান্ত, সেই কথা জানিয়েই পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, “২০০৯-এর পরে কোনও দল পাকিস্তানে সফর করেনি। তাই টাকা তুলতে হলে সব ধরনের সুযোগ কাজে লাগাতে হবে।” পাশাপাশি বোর্ড চেয়ারম্যান নাজাম শেট্টি বলেন, “দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ খেলতে পেরে খুব খুশি আমরা। এই সিরিজের সাহায্যে আমাদের দুই দেশের ক্রিকেট বোর্ডেরই লাভ হবে।” সিরিজ শুরু হবে নভেম্বরের ১৮ তারিখ থেকে।
|
এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে জয় দিয়েই শুরু করল লিয়েন্ডার পেজ-রাদেক স্টেপানেক জুটি। সপ্তম বাছাই লিয়েন্ডাররা ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে ডাবলসের দ্বিতীয় বাছাই আলেকজান্ডার পেয়া-ব্রুনো সোয়ারেস জুটিকে। প্রায় দেড় ঘণ্টার ম্যাচে লিয়েন্ডাররা জেতেন ৬-৩, ৫-৭, ১০-৮। |