কলকাতায় তেল সংস্থাগুলির ৪টি পেট্রোল পাম্পে ৫ কেজি-র রান্নার গ্যাস সিলিন্ডার বিক্রি শুরু হয়েছে মাসখানেক। কিন্তু এখনও তা কেনা নিয়ে তেমন সাড়া মেলেনি বলে তেল সংস্থা সূত্রের খবর।
কলকাতা-সহ দেশের ৫টি মেট্রো শহরে ইন্ডিয়ান অয়েল (আইওসি), হিন্দুস্থান পেট্রোলিয়াম (এইচপি) ও ভারত পেট্রোলিয়াম (বিপি)-এর নিজস্ব পেট্রোল পাম্পে গত ৫ অক্টোবর এই প্রকল্প চালু করে কেন্দ্র। এইচপি থিয়েটার রোড ও নিউ টাউনে ২টি পাম্পে এবং বিপি আলিপুর ও রাজারহাটের তাদের ২টি পাম্পে এই পরিষেবা চালু করেছে। সংস্থা সূত্রের খবর, এইচপি মাত্র ২১টি ও বিপি ১২টি সিলিন্ডার বিক্রি করেছে। আর পাঁচ শহর মিলিয়ে ২০০টির কিছু বেশি সিলিন্ডার বিক্রি হয়েছে।
আসলে এই সিলিন্ডারের দাম কিছুটা বেশি। কারণ, তা সব সময়েই বাজার দরে কিনতে হবে। তবে বিশেষ করে তথ্যপ্রযুক্তি বা বিপিও-র মতো ক্ষেত্রে কাজের সূত্রে অথবা পড়াশোনার জন্য যাঁরা ভিন্ রাজ্যে থাকেন, তাঁদের ১৪.২ কেজি-র সিলিন্ডার পাওয়াটা সমস্যার। কারণ অনেকেরই স্থায়ী ঠিকানা থাকে না। সে ক্ষেত্রে এই সিলিন্ডার কেনা সুবিধাজনক হতে পারে বলে ধারণা কেন্দ্রের।
কলকাতায় কেন এই সিলিন্ডার কিনতে তেমন সাড়া এখনও মেলেনি? একটি তেল সংস্থা সূত্রে খবর, প্রথমত, কলকাতায় ক্রেতার কাছে পণ্যের দাম একটি স্পর্শকাতর বিষয়। দাম বেশি হলে স্বাভাবিক ভাবেই আগ্রহে কিছুটা ভাটা পড়ে। পাশাপাশি তাদের দাবি, দক্ষিণ ভারতে ১৪.২ কেজি-র সিলিন্ডার সংযোগ পাওয়া সমস্যার। পরিচয়পত্র ও নথি ঠিক থাকলে তুলনায় কলকাতায় তা সহজে মেলে। তাই ভর্তুকির সিলিন্ডার নেওয়ার জন্যই ক্রেতার আগ্রহ বেশি।
৫ কেজি-র সিলিন্ডার কেনার সুবিধাগুলি হল: এ জন্য ন্যূনতম নথির প্রয়োজন হয়। আগাম ‘বুক’ করতে হয় না। সিলিন্ডার পেতে ডিস্ট্রিবিউটরের কর্মীর ভরসায়ও থাকতে হয় না। পাম্পগুলি অনেক বেশি সময় খোলা থাকায় নিজের সুবিধা ও প্রয়োজন মতো সেখান থেকে সিলিন্ডার কেনা যায়।
|