মোবাইল সংযোগ কমলো সেপ্টেম্বরে
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
দেশে সেপ্টেম্বরে কমলো মোবাইল ফোন সংযোগ। টেলিকম নিয়ন্ত্রক ট্রাইয়ের পরিসংখ্যান অনুসারে সারা দেশে এই সংখ্যা কমেছে ৬১.৪ লক্ষ। দাঁড়িয়েছে ৮৭.০৫ কোটিতে। গত পাঁচ মাসে এই প্রথম সংযোগের সংখ্যা কমেছে বলে পরিসংখ্যানে প্রকাশ। মূলত রিলায়্যান্স কমিউনিকেশন্স তার ১ কোটিরও বেশি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়াতেই এতটা কমেছে ওই সংখ্যা। এর জেরে অনীল অম্বানীর সংস্থাটি গ্রাহক সংখ্যার বিচারে চারে নেমে এসেছে বলেও জানিয়েছে ট্রাই। তবে এর মধ্যেই গ্রাহক সংযোগ বাড়াতে সক্ষম হয়েছে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া সেলুলারের মতো সংস্থা।
|
এয়ার ফ্রায়ার বাজারে ছাড়ল হাভেলস ইন্ডিয়া। সংস্থার দাবি, ‘প্রলিফ’ ব্র্যান্ড নামের ওই এয়ার ফ্রায়ার ব্যবহার করে তেল ছাড়াই কোনও কিছু ভাজা বা রান্না করা যায়। ওই এয়ার ফ্রায়ারে একই সঙ্গে দু’ধরনের খাবার রান্না করা যাবে। রান্নার পুরো প্রক্রিয়াটি গরম হাওয়ার মাধ্যমে করা হবে ওই যন্ত্রে। |