দুই পাচারকারী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
হেরোইন-সহ দু’জন পাচারকারীকে গ্রেফতার করল লালগোলা থানার পুলিশ। রবিবার সন্ধ্যায় লালগোলা থানার রামনগর ঘাট লাগোয়া বর্ডার আউট পোস্ট দিয়ে বাংলাদেশে পাচারের সময়ে পুলিশ জাহাঙ্গীর কবীর ও ওবাইদুর রহমান নামে দু’জনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে ১৬০০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “গত বৃহস্পতিবার লালগোলা থানা এলাকা থেকে দুই হেরোইন পাচারকারীকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের জেরা করে রামনগরের জাহাঙ্গীর ও নলডহরির ওবাইদুরের খোঁজ পাওয়া যায়। রবিবার সন্ধ্যায় ওই দু’জনকে গ্রেফতার করা হয়।”
|
বালিকাকে ‘ধর্ষণ’, গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
আট বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বাড়ি বহরমপুরেই। পুলিশ জানিয়েছে সোমবার ওই নাবালিকার বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে বাড়িতে ঢুকে ওই কিশোর তার উপর অত্যাচার করে বলে অভিযোগ। ঘটনার সময় নাবালিকার এক আত্মীয় দেখে ফেলায় ওই কিশোরকে আটকে রাখে। বহরমপুরের আইসি মোহায়মেনুল হক বলেন, “মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই নাবালিকার মেডিক্যাল টেস্ট হয়েছে। পরিবারের লোকজন ধর্ষণের অভিযোগ দায়ের করলে ওই কিশোরকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
|
জয়ী নবারুণ সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
সম্প্রতি করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থার পরিচালনায় শেষ হল ২০১৩-১৪ বর্ষের ফুটবল লিগ। ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, সিনিয়র প্রথম ডিভিসনে চ্যাম্পিয়ন হয়েছে করিমপুর জামতলা নবারুণ সঙ্ঘ। সিনিয়র দ্বিতীয় ডিভিশন এবং সিনিয়র তৃতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে যমশেরপুর ক্রিকেট ক্লাব ও রামনগর হিতৈশী সঙ্ঘ। জুনিয়র ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে দিঘলকান্দি কিশোর সঙ্ঘ। খেলা ঘিরে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
|
ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
অস্বাভাবিক মৃত্যু হল এক যুবেকের। গণেশ মণ্ডল (২২) নামে ওই যুবকের বাড়ি রঘুনাথগঞ্জের দ্বীপচর পাড়ায়। সোমবার ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই ব্যক্তির। বছর দুই আগে বিয়ে হয়েছিল ওই যুবকের। পুলিশের অনুমান পারিবারিক অশান্তির কারণে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। |