টুকরো খবর
য়ুকির পেশাদার খেতাব
অস্ট্রেলিয়ার টেনিস কোর্ট মানেই যেন য়ুকি ভামব্রি-র সাফল্য! ২০০৯-এ জুনিয়র অস্ট্রেলীয় ওপেন জয়ী দিল্লির টেনিস তারকা সোমবার রড লেভারের দেশেই জিতলেন এটিপি চ্যালেঞ্জার ট্যুরে কেরিয়ারের দ্বিতীয় খেতাব। গত বছর উজবেকিস্তান চ্যালেঞ্জার জেতার পর একুশ বছরের ভারতীয় তরুণ এ দিন চ্যাম্পিয়ন হলেন ৫০ হাজার ডলারের ট্রারালগন চ্যালেঞ্জারে। এটিপি বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৬৬ নম্বর য়ুকি ফাইনালে হারান নিজের চেয়ে র্যাঙ্কিংয়ে ১৪২ ধাপ এগিয়ে থাকা এবং টুর্নামেন্টের শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের ব্র্যাডলি ক্লহন-কে। ৬-৭ (১৩-১৫), ৬-৩, ৬-৪। রবিবার এক ঘণ্টারও বেশি ম্যারাথন টাইব্রেকে হেরে এক সেট পিছিয়ে থেকেও বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় নির্ণায়ক তৃতীয় সেটে ৪-২ এগিয়ে ছিলেন য়ুকি। এ দিন সেখান থেকে ম্যাচ বার করতে অসুবিধে হয়নি। “এত আনন্দ হচ্ছে যে, ব্যাপারটা নিয়ে আর ভাবছিই না,” বলে অষ্টম বাছাই য়ুকি যোগ করেছেন, “প্রথম সেটের ম্যারাথন টাইব্রেক ভুলব না। ওটা হারলেও ওখান থেকেই উঠে দাঁড়াবার শক্তি আর আত্মবিশ্বাস পেয়েছিলাম।”

চেন্নাই আসছেন কাসপারভ
গতবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ চলাকালীনই বাগযুদ্ধ লেগে গিয়েছিল গ্যারি কাসপারভ আর বিশ্বনাথন আনন্দের। “জেতার তাগিদটা হারিয়ে ফেলেছে ভিশি,” বলেছিলেন প্রথম ২৮৫০ এলো রেটিং স্পর্শ করা চ্যাম্পিয়ন। “২০০০-এ ক্র্যামনিকের কাছে হারার পাঁচ বছর পরই কাসপারভ অবসর নিয়ে নেয়। তার পর ২০১১ থেকে ও আমাকেও অবসরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে,” পাল্টা বলেছিলেন আনন্দ। ১১ আর ১২ নভেম্বর চেন্নাইয়ে আবার সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর উপলক্ষ্যে চেন্নাইয়ে হাজির থাকবেন প্রাক্তন রুশ বিশ্ব চ্যাম্পিয়ন। আনন্দ আর চ্যালেঞ্জার ম্যাগনাস কার্লসেনের ম্যাচে। ৮-১০ নভেম্বর গোয়ায় একটি অনুষ্ঠানে আসছেন। সেখান থেকেই আনন্দ-কার্লসেন ম্যাচে যাবেন বলে টুইট করেছেন কাসপারভ।

সন্তোষের শুরু অনিশ্চিত
বাংলা দল অনুশীলনে নামার আগেই চরম ধোঁয়াশা সন্তোষ ট্রফি নিয়ে। মঙ্গলবার ৪৪ জনকে নিয়ে বাংলার প্রথম অনুশীলন হওয়ার কথা ছিল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। কিন্তু ফেডারেশন এখনও সন্তোষ ট্রফির যোগ্যতা অর্জন পর্বের তারিখ ঠিক করতে পারেনি। বাধ্য হয়ে তাই বাংলার অনুশীলন পিছিয়ে দিলেন টিডি বিশ্বজিৎ ভট্টাচার্য। বিশ্বজিৎ বললেন, “ম্যাচের তারিখ না ঠিক হলে আগে থেকে অনুশীলন করিয়ে লাভ কী? আগে তারিখ পাই, তারপরেই নামব।’’ ফেডারেশন সূত্রের খবর, দু দিনের মধ্যেই সম্ভবত সন্তোষ ট্রফির নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে আইএফএ-কে।

নতুন স্ট্রাইকার চান মোরিনহো
প্রিমিয়ার লিগ জেতার দৌড়ে থাকার জন্য জানুয়ারির দলবদলের বাজারে নতুন স্ট্রাইকার সই করাতে পারেন চেলসি কোচ হোসে মোরিনহো। প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত চেলসির দুই তারকা স্ট্রাইকার এটো ও তোরেস মোট দুটো গোল করেছেন। দলের আর এক ফরোয়ার্ড ডেম্বা বা এখনও গোলের খাতা খোলেননি। নিউক্যাসলের সঙ্গে হারার পরে দলের ফরোয়ার্ডদের তীব্র কটাক্ষ করেন মোরিনহো। ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী চেলসির মালিক রোমান আব্রামোভিচ দলের পর্তুগিজ ম্যানেজারকে ‘সবুজ সঙ্কেত’ দিয়েছেন ভাল একটা স্ট্রাইকারের জন্য। মোরিনহোর তালিকায় রয়েছেন এফসি পোর্তোর জ্যাকসন মার্তিনেজ, বরুসিয়ার রবার্ট লেওয়ানডস্কি ও গালাতাসারের বুরাক ইলমাজ।

তিন কিংবদন্তি। ক্যান্ডিতে ইয়ান বোথামের ‘চ্যারিটি ওয়াক’-এ
সুনীল গাওস্কর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি: ফেসবুক।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.