টুকরো খবর
রানিগঞ্জে কুকুরের দৌরাত্ম্য, আক্রান্ত ২৬
কুকুরের কামড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে রানিগঞ্জে। অভিযোগ, রানিগঞ্জের রাজারবাঁধ, এম জি রোড, হিল বস্তি, রণাই, কুমোর বাজার-সহ সংলগ্ন এলাকার বাসিন্দারা কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন। স্থানীয়দের দাবি, তাঁরা পুর কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত চার দিনে রাস্তার কুকুরের দৌরাত্ম্যে এলাকায় প্রায় ২৬ জন আক্রান্ত হয়েছেন। এম জি রোডের বাসিন্দা গীতা দে নিজের বাড়ির বাগানে ফুল তুলতে গিয়ে আক্রান্ত হন। কুকুরে তাঁর মুখ খুবলে নেয়। তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজারবাঁধের বাসিন্দা জলি পরভিনকে পায়ে কুকুর কামড়ে দেয়। কুকুর কামড়ায় আজমেরি খাতুনকেও। কুকুরের কামড় থেকে রেহাই পায়নি পাঁচ বছরের শিশু আশরাফ। এলাকাবাসীর অভিযোগ, বাইরে থেকে ট্রাক বন্দি করে কুকুর এনে রানিগঞ্জের মঙ্গলপুর এলাকায় ছেড়ে দিয়ে যাচ্ছে কিছু লোক। রানিগঞ্জের আলুগড়িয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার পি কে চক্রবর্তী জানান, কুকুরের আক্রমণের সংখ্যা প্রতিদিন বাড়ছে। তাঁর দাবি, পর্যাপ্ত প্রতিষেধক রাখা হয়েছে স্বাস্থ্যকেন্দ্রে। রানিগঞ্জের পুরপ্রধান অনুপ মিত্র দাবি করেন, মহকুমাশাসককে তিনি লিখিত পর্যায়ে বিষয়টি যাতে গুরুত্ব দিয়ে দেখা হয় সেই অনুরোধ জানিয়েছেন। মহকুমাশাসক অমিতাভ দাস জানান, বিষয়টি বন দফতরকে জানানো হয়েছে।

স্কুল থেকে কাঠ উদ্ধার
রবিবার রাতে ফের আলিপুরদুয়ার ২ ব্লকে সলসলাবাড়ি মডেল হাই স্কুল থেকে চোরাই কাঠ উদ্ধার হল। দুই দফায় প্রচুর পরিমাণে চোরাই কাঠ উদ্ধার করল বক্সা ব্যাঘ্র প্রকল্পের দমনপুর মোবাইল রেঞ্জের বনকর্মীরা । বাসিন্দাদের একাংশের অভিযোগ, স্কুলের কেউ জড়িত বলেই চোরাই কাঠ বারেবারে রাখার ঘটনা ঘটছে। স্কুলের কংগ্রেস পরিচালিত পরিচালন সমিতির সম্পাদক সূর্যকান্ত রায় বলেন, “এটা তৃণমূল কংগ্রেসের চক্রান্ত। রবিবার যে কাঠ গুলি উদ্ধার হয়েছে তার বৈধ কাগজ রয়েছে। গত রাতে স্কুল থেকে কাঠ উদ্ধার হয়নি। স্কুলের বাইরে উদ্ধার হওয়া কাঠগুলি স্কুলের ভেতরে ফেলে দেওয়া হয়। আমাদের ফাঁসানোর চক্রান্ত চলছে।” তৃণমূল নেতা পরিতোষ বর্মন জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। স্কুলের প্রধান শিক্ষিক সজল কান্তি মিত্রের অভিযোগ, “তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা চক্রান্ত করে মিথ্যে অভিযোগ করে স্কুলের ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন।” বক্সা ব্যাঘ্র প্রকল্পের দমনপুর মোবাইল রেঞ্জের রেঞ্জ অফিসার মনতোষ চৌধুরী জানিয়েছেন, উদ্ধার করা কাঠগুলির আনুমানিক বাজার মূল্য এক লক্ষ টাকা। বৈধ কাগজ না দেখাতে পারায় কাঠগুলি বাজেয়াপ্ত করা হয়।”

বক্স বাজিয়ে অনুষ্ঠান, ক্ষোভ
বিধান রোডে শহরের ব্যস্ততম এলাকা ডুয়ার্স বাসস্ট্যান্ড চত্বরে জোরালো শব্দে মাইক, সাউন্ডবক্স বাজিয়ে অনুষ্ঠান করা নিয়ে অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় ওই ঘটনায় পথচারীরা ভিড় করে অনুষ্ঠান দেখতে শুরু করলে যানজটের সৃষ্টি হয় বলে অভিযোগ। তাছাড়া প্রচন্ড শব্দে বিরক্ত হয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে অভিযোগ জানান। বিষয়টি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদেরও এক আধিকারিকেরও নজরে আসায় তিনি পুলিশকে অভিযোগ করেন। পরে পুলিশের নির্দেশে ওই মণ্ডপের মাইকের আওয়াজ কমিয়ে দেওয়া হয়েছে। মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “আমাকে কেউ এবিষয়ে কিছু জানায়নি। তবে এরকম কিছু হলে পুলিশই ব্যবস্থা নেবে।”

গাছ কাটা নিয়ে বিতর্ক
পুরনো একটি শিশুগাছ কাটাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে নওদার রায়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শনিবার রাতে বেশ কয়েকজনকে রাস্তার ধারের ওই পুরনো শিশু গাছ কাটতে দেখেন স্থানীয় বাসিন্দারা। গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা বামফ্রন্টের হাফেজ মণ্ডলের অভিযোগ, “পঞ্চায়েতের প্রধান ও তাঁর স্বামী মিলে ওই গাছ কেটে বিক্রির চেষ্টা করছিল। আমরা ওই দু’জনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছি।” অভিযোগ অস্বীকার করে গ্রাম পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের মিতা বিশ্বাস বলেন, “বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন। দুষ্কৃতীদের গাছ কাটার খবর পেয়ে আমিই পুলিশকে প্রথম জানাই। তারপরেই পুলিশ ওই গাছ উদ্ধার করে।” নওদার বিডিও লিটন সাহা বলেন, “দুই তরফই অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

বুনো মৌমাছির কামড়ে আতঙ্ক
প্রাতর্ভ্রমণে বেরিয়ে বুনো মৌমাছির কামড়ে রাস্তায় পড়ে গেলেন এক ব্যক্তি। সোমবার সকালে দুর্গাপুরের সেপকো এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তির শরীরে চটের বস্তা চাপিয়ে আগুন জ্বেলে মৌমাছি তাড়ান। এলাকায় আতঙ্ক ছড়ায়। ভয়ে অনেকে ঘরের জানলা বন্ধ করে দেন। বেশ কিছুক্ষণ ওই এলাকা দিয়ে যাতায়াত প্রায় বন্ধ হয়ে যায়।

সাপের ছোবলে মৃত
সাপের ছোবলে মৃত্যু হয়েছে এক পড়ুয়ার। পুলিশ জানিয়েছে, তার নাম স্বরূপ দাস (১৪)। বাড়ি কেতুগ্রাম থানার মাসুন্দি গ্রামে। শুক্রবার মাঠে ধান দেখতে গিয়ে স্থানীয় রাজুরবান্দা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রটিকে চন্দ্রবোড়া সাপে ছোবল দেয় বলে তার পরিবারিক সূত্রে দাবি করা হয়েছে। তাঁকে প্রথমে কান্দরা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার রাতে মৃত্যু হয় তার।

গরুর সঙ্গে লড়াই
মেদিনীপুর শহর সংলগ্ন ফড়িংডাঙায় ছবিটি তুলেছেন কিংশুক আইচ।
আদিবাসীদের বাঁদনা পরবের অন্যতম একটি অঙ্গ গরুর সঙ্গে লড়াই। উৎসবের একেবারে শেষ পর্যায়ে এই লড়াইয়ের আয়োজন করা হয়। প্রথমে নানা ভাবে গরুটিকে উত্তেজিত করা হয়। একটা সময় গরুটি মাটিতে লুটোপুটি খায়। কথিত রয়েছে, গরুর শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্যই এই আয়োজন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.