বান্ধবীর অশ্লীল ছবি তুলে ফেসবুকে দেওয়ার অভিযোগে এক ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করলেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। শনিবার সালকিয়া থেকে বিশ্বশান্তি রায় নামে ওই যুবককে ধরা হয়। পুলিশ জানায়, ২০০৯-এ ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় বিশ্বশান্তির। পরে তাঁর ফেসবুকের আইডি ও পাসওয়ার্ড জেনে নেয় সে। অভিযোগ, কয়েক মাস আগে সম্পর্ক ছিন্ন হওয়ার পরে তরুণীর ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে তাঁর বন্ধুদের অশ্লীল মন্তব্য করতে থাকে বিশ্বশান্তি। সে তাঁর আপত্তিকর ছবিও আপলোড করে বলে অভিযোগ। তদন্তে নেমে শনিবার ল্যাপটপ, দু’টি মোবাইল, ডেটা কার্ড-সহ ওই যুবককে ধরা হয়। |
দিন দশেক আগে নবান্নের দোতলায় পুলিশ কমিশনারের ঘরে আগুন লেগে গেলেও বিপদঘণ্টা বাজেনি। সোমবার সেই দোতলারই প্রেস কর্নারের লাগোয়া একটি ঘরে ড্রিলিং মেশিন থেকে ওঠা ফুলকি ও ধোঁয়ায় বেজে ওঠে ওই ঘণ্টা। দমকল কর্মীদের সঙ্গে ছোটাছুটি শুরু করেন ওই ভবনের রক্ষীরাও। নবান্নের দায়িত্বে থাকা দমকল আধিকারিকেরা জানান, বেলা সওয়া ২টো নাগাদ বিপদঘণ্টা বাজছে বলে খবর আসে। কিন্তু দোতলায় তন্নতন্ন করে খুঁজেও আগুন বা ধোঁয়া দেখা যায়নি। পরে দোতলার একটি ঘরে ড্রিলিং মেশিন দিয়ে কয়েক জন কর্মীকে কাজ করতে দেখা যায়। আগুনের ফুলকির উৎস ছিল ড্রিলিং মেশিন। সিগারেটের ধোঁয়াও হতে পারে। দমকল সূত্রের খবর, পুলিশ কমিশনারের ঘরে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। |