টুকরো খবর |
তাপবিদ্যুত্ কেন্দ্রের পাম্প হাউসে বাসিন্দাদের তালা
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
বক্রেশ্বর তাপবিদ্যুত্ কেন্দ্রের ছাই-পুকুর থেকে ছাই মিশ্রিত জল চন্দ্রভাগা নদীর জলে মিশে দূষণ ছাড়াচ্ছে, এই অভিযোগ তুলে সেমবার বিকেলে সিউড়ি থানা এলাকার মল্লিকপুর গ্রামে থাকা ছাই-পুকুরের পাম্প হাউসে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীদের একাংশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েক বছর ধরে ছাই-পুকুরের দূষণের জেরে ওই নদীর জল ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে। তাঁদের দাবি, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য একাধিক বার পিডিসিএল কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। এ দিনই সন্ধ্যায় সিউড়ি ও সদাইপুর থানার পুলিশের উপস্থিতিতে তাপবিদ্যুত্ কর্তৃপক্ষ গ্রামবাসীদের সঙ্গে একপ্রস্থ আলোচনা করেন। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন, বিষয়টি নিয়ে জেনারেল ম্যানেজারের সঙ্গে গ্রামবাসীদের বৈঠকের ব্যবস্থা করা হবে। তার পরই পাম্প হাউসের তালা খুলে দেওয়া হয়। গ্রামবাসীদের দাবিকে সমর্থন করে সিউড়ি ১ ব্লকের তৃণমূলের সভাপতি স্বর্ণশঙ্কর সিংহ বলেন, “দলের পক্ষ থেকেও এ ব্যাপারে স্থায়ী সমাধান সূত্র বের করতে শীঘ্রই তাপবিদ্যুত্ কর্তৃপক্ষ ও গ্রামবাসীদের নিয়ে আলোচনায় বসা হবে।”
|
দেবযানীদের ফের জেল হাজত
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
|
বোলপুর আদালতে।—নিজস্ব চিত্র। |
ফের জামিনের আবেদন নাকচ হয়ে গেল সারদার অন্যতম সহযোগী দেবযানী মুখোপাধ্যায়ের। সোমবার বোলপুরের এসিজেএম পীযূষ ঘোষ ধৃতকে ১৪ দিন জেলা হাজতে রাখার নির্দেশ দেন। এ দিন সারদা-কাণ্ডে আর এক অভিযুক্ত মনোজকুমার নাগেলেরও বোলপুর আদালতে হাজিরা ছিল। তবে তাঁর আইনজীবী পলাশচন্দ্র দাস জানিয়েছেন, অন্য আদালতে হাজিরা থাকায় মনোজবাবু বোলপুরে উপস্থিত হতে পারেননি। বিচারক তাঁর জামিনের আবেদনও নামঞ্জুর করেছেন। পলাশবাবু জানান, বিচারক দুই অভিযুক্তকেই ফের ১৮ নভেম্বর হাজিরার নির্দেশ দিয়েছেন। চলতি বছর মে মাসের প্রথম সপ্তাহে বোলপুর থানার রতনপুরের সন্তোষকুমার মুখোপাধ্যায় সারদা কর্তা সুদীপ্ত সেন ও তাঁর ওই দুই সহযোগীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। |
|