ঠিক দামে আলু চান? বাজারের ব্যাগটি নিয়ে সোজা চলে যান থানায়। পুলিশি পাহারায় একেবারে ঠিক দামে আলু মিলছে। তেমনই দৃশ্য দেখা গেল সোমবার, আসানসোল দক্ষিণ থানায়। ৩৩০ কিলোগ্রাম আলু বিক্রি হল আসানসোল দক্ষিণ থানা থেকে। ঘণ্টা দুয়েকের মধ্যে হু হু করে বিক্রি হয়ে গেল তা। থানার বড়বাবু বিকাশ দত্ত জানিয়েছেন, আজ, মঙ্গলবার আড়াই কুইন্টাল আলু সরকারি দরে বিক্রি হবে পুলিশের তত্ত্বাবধানে।
এ দিন সকাল ১০টা নাগাদ আশপাশের বাসিন্দারা দেখেন, থানার গেটে বেশ কয়েক বস্তা আলু সাজিয়ে দাঁড়িপাল্লা নিয়ে বসেছেন জনা কয়েক লোক। পাশে ক’জন পুলিশকর্মী। আগে থেকে কোনও প্রচার ছিল না। তাই লোকজন প্রথমে থমকে যান। যেই বুঝতে পারেন, সরকারি মূল্যে আলু বিক্রি হচ্ছে, ভিড় জমতে দেরি হয়নি। থানা লাগোয়া রাহা লেন, হাটন রোড, নেতাজি সুভাষ রোড এলাকার বাসিন্দারা লাইন দেন আলু কিনতে।
পুলিশ জানিয়েছে, কোনও ক্রেতাকেই পাঁচ কেজির বেশি আলু দেওয়া হয়নি। রাহা লেনের বাসিন্দা নীলাক্ষী অধূর্য বলেন, “একটি কাজে থানার কাছে গিয়েছিলাম। হঠাৎ শুনি, ১৩ টাকা দরে আলু বিক্রি হচ্ছে। সুযোগ হাতছাড়া করিনি। সটান পাঁচ কেজি কিনে নিয়েছি।” খবর পেয়ে শহরের নানা প্রান্ত থেকে আরও লোক যতক্ষণে পৌঁছন, তখন অবশ্য এ দিনের মতো বিক্রিবাটা শেষ। শুনে হতাশ অনেকেই। আসনসোল ও কে রোডের বাসিন্দা প্রদীপ মিশ্রের আফশো, “অল্পের জন্য আজ সুযোগ হাতছাড়া হয়ে গেল। কাল সকাল সকাল লাইন দিয়ে দেব।”
ওসি বিকাশ দত্ত বলেন, “পুলিশ আলু বিক্রি করেছে, এমন কোনও খবর আমার কাছে নেই।” তা হলে থানার গেট থেকে আলু বিক্রি হল কী করে? ওসি বিকাশবাবুর জবাব, “আমি নিজেই আলু জোগাড় করে বিক্রি করেছি।” পুলিশ আলু বিক্রির ব্যবস্থা করলে চোর ধরবে কখন? হাসতে হাসতে এক পুলিশ কর্তা বলেন, “এখন ক’দিন আলুই বিক্রি করি।” |