রাজ্যপালের কাছে মোর্চা প্রতিনিধিদল
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাঙ্গের মুক্তির দাবিতে রাজ্যপাল এমকে নারায়ণনের দ্বারস্থ হলেন মোর্চা নেতারা। রবিবার বিকালে দার্জিলিং রাজভবনে মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি, দার্জিলিঙের বিধায়ক ত্রিলোক দেওয়ান ও কার্শিয়াঙের বিধায়ক রোহিত শর্মার নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তাঁরা আধঘন্টা রাজ্যপালের সঙ্গে কথাও বলেন। সেখাই মোর্চার তরফে বিনয় তামাঙ্গের মুক্তির জন্য রাজ্যপালকে উদ্যোগী হতে অনুরোধ করা হয়। কার্শিয়াঙের বিধায়ক বলেন, “বিনয় তামাঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন। উনি অনশন করছেন। তিনি কোনও চিকিৎসা নিচ্ছেন না। প্রতিদিন ওঁর শারীরিক অবস্থা অবনতি হচ্ছে। তাই আমরা রাজ্যপালকে ওঁর মুক্তির বিষয়টি দেখতে অনুরোধ করেছি।” |
|
দার্জিলিং রাজভবনে মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি, দার্জিলিঙের বিধায়ক
ত্রিলোক দেওয়ান ও কার্শিয়াঙের বিধায়ক রোহিত শর্মা প্রমুখ। ছবি: রবিন রাই। |
বিধায়কের দাবি, “সব কিছু শোনার পর রাজ্যপাল বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও আশ্বাস দিয়েছেন। এরই পাশাপাশি, আমাদেরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি নিয়ে চিঠি লেখার জন্য বলেছেন।” পাশাপাশি, পাহাড়ের পরিস্থিতি কথা ভেবে দ্রুত দ্বিপাক্ষিক এবং ত্রিপাক্ষিক বৈঠক যাতে হয়ে তা দেখার জন্য রাজ্যপালকে অনুরোধ করা হয়েছে। গত ২৭ অক্টোবর রাজ্যপাল পাহাড়ে এসেছেন। আগামী ১৪ নভেম্বর অবধি তিনি দার্জিলিঙে থাকবেন। উল্লেখ্য, গত ২১ অগস্ট পুলিশ বিনয় তামাঙ্গকে গ্রেফতার করে। জামিনে মুক্তি না পাওয়ায় ৩০ অক্টোবর থেকে তামাঙ্গ জেলেই অনশন শুরু করেন। পরদিন তাঁকে জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। অন্য বেশ কয়েকটি মামলায় জামিন পেলেও দার্জিলিং, কালিম্পঙের একটি করে এবং জলপাইগুড়ি দুটি মামলায় এখনও জামিন পাননি বিনয় তামাঙ্গ। গত ২৭ সেপ্টেম্বর তাঁকে মোর্চার তরফে জিটিএ-র চিফ এক্সিকিউটিভ হিসাবে ঘোষণাও করা হয়। কিন্তু জামিন না মেলায় তিনি শপথ নিতে পারেননি।
|
পুরনো খবর: বিনয় তামাং ধরা পড়তেই তপ্ত পাহাড়
|
|