উত্তর দিনাজপুর জেলাকে ‘হাইরিস্ক জোন’ হিসেবে ঘোষণা করতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে সুপারিশ করবে দেশের ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধের জন্য গঠিত স্পেশাল টাস্ক ফোর্স। জেলায় নারী পাচারের ঘটনা বাড়তে থাকায় এই সুপারিশ করা হয়েছে বলে স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জের কর্ণজোড়ায় নারী পাচার বিরোধী একটি বৈঠকে যোগ দিয়ে এই সুপারিশের কথা জানিয়েছেন টাস্ক ফোর্সের চেয়ারপার্সন শ্রীরূপা মিত্র চৌধুরী। এদিন জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্য সহ পুলিশ ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। তিনি বলেন, “উত্তর দিনাজপুর জেলায় নারী পাচারের ঘটনা ক্রমাগত বাড়ছে বলে জানতে পেরেছি। সব দিক বিবেচনা করে উত্তর দিনাজপুর জেলাকে হাই রিস্ক জোন ঘোষণা করার জন্য আমি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে সুপারিশ পাঠাচ্ছি।” কেন্দ্রীয় ও রাজ্য সরকার জেলাকে হাই রিস্ক জোন হিসেবে ঘোষণা করলে সরকারি উদ্যোগে নারী পাচারের ঘটনা রোখা সম্ভব হবে বলে চেয়ারপার্সন জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত এক বছরে জেলার ৯টি থানার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ২২৮ জন নাবালিকা ও তরুণীকে কাজের টোপ দিয়ে পাচারের অভিযোগ উঠেছে। এদিনের বৈঠক প্রসঙ্গে অবশ্য জেলাশাসক বা জেলা পুলিশ সুপার কোনও মন্তব্য করতে চাননি। |