নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
‘ধ্বংসের মাঝে সৃষ্টি’- ৫৯ তম বর্ষে শিলিগুড়ির হাকিমপাড়ার তরুণ সঙ্ঘের এটাই পুজোর থিম। শিলিগুড়ির অন্যতম বিগ বাজেটের এই কালীপুজোয় থিমের পাশাপাশি একই মণ্ডপে কালীর সঙ্গে শিব ও রাধাকৃষ্ণের মূর্তিও থাকবে। যা পুজোর বিশেষ আকর্ষণ বলে উদ্যোক্তাদের দাবি। মন্ডপে দেখা যাবে, দুটি বিশাল বিদেশি স্থাপত্যে তৈরি অট্টালিকা ভেঙে পড়েছে একটি মন্দিরের উপরে। সেই মন্দিরের মধ্যেই থাকবে দেবী। মা কালী এখানে শান্তরূপে পূজিত হবেন। আজ, শুক্রবারই উদ্বোধনের পর বাসিন্দাদের জন্য খুলে দেওয়া হবে মন্ডপটি। পুজো কমিটির সম্পাদক বিষ্ণু বসু বলেন, “পৃথিবীর অস্থিরতার ও ভয়াবহতার পাশাপাশি নিরাপদ জীবনকেও থিমের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।” |
তরুণ সঙ্ঘের মণ্ডপ। —নিজস্ব চিত্র। |
তিনি জানান, কলকাতার বরানগরের শিল্পী দেবাশিস বসুর নির্দেশেই গড়ে উঠছে মন্ডপটি। বিশ্বকর্মা পুজো থেকে মন্ডপ তৈরির কাজ শুরু হয়েছে। মূর্তির দায়িত্বে কাঁথির শিল্পী দেবাশিস গিরি। আলোক সজ্জাতেও বিশেষ চমক থাকছে। ডিজিটাল আলোকসজ্জায় সাজানো হচ্ছে গোটা এলাকা। এমনকী কোনও কারণে সশরীরে পুজো দেখতে হাজির না থাকতে পারলেও ক্ষতি নেই। তাঁদের জন্যও তরুন সঙ্ঘের বিশেষ উপহার পুজোর ওয়েবসাইট। http://www.tsclubslg.com/ নামের ওয়েবসাইটে ক্লিক করলে বিশ্বের যে কোনও প্রান্ত থেকে ক্লাবের পুজো দেখা যাবে।
গত বেশ কয়েক বছর ধরেই শিলিগুড়ির বড় পুজোগুলির মধ্যে অন্যতম হাকিমপাড়ার তরুণ সঙ্ঘ। তাঁদের পুজোর বিশেষত্ব হল, মন্ডপের স্থায়ী কাঠামো নির্মাণ। প্রতি বছরই স্থায়ীভাবে ইঁট, কাঠ, পাথর দিয়ে মন্ডপ তৈরি হয়। আর সেই কাঠামোর অংশ দিয়েই পরের বছরের একটা বড় অংশ নির্মাণ হয়। |