|
|
|
|
আধার ধোঁয়াশা |
চূড়ান্ত বিভ্রান্তির মধ্যেই আজ (শুক্রবার) থেকে রাজ্যের তিন জেলায় (কলকাতা, হাওড়া ও কোচবিহার)
শুরু হচ্ছে আধার নম্বরের ভিত্তিতে রান্নার গ্যাসের ভর্তুকি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে
দেওয়ার প্রক্রিয়া। কিন্তু পরিস্থিতি কতটা সঙ্গিন, খতিয়ে দেখলেন দেবপ্রিয় সেনগুপ্ত
|
সংশয়
• ধরা যাক, ডিস্ট্রিবিউটর কলকাতার। গ্রাহক শহরতলির। নিয়ম অনুযায়ী, আজ থেকে নয়া ব্যবস্থা চালু হচ্ছে তাঁর জন্যও। কিন্তু গ্রাহকদের কাছে সেটা স্পষ্ট ছিল না। তাঁরা ভেবেছিলেন, পরিষেবা চালু হবে বাসস্থান অনুযায়ী। এখন জানছেন সেই মাপকাঠি আসলে ডিস্ট্রিবিউটর।
• আধার কার্ড পৌঁছয়নি বহু মানুষের কাছে। আবার তা পেয়েও জমা দেননি অনেকে।
• ডিস্ট্রিবিউটর এবং ব্যাঙ্ক দু’জায়গাতেই আধার-তথ্য জমা দিয়েছেন, এমন মানুষের সংখ্যা নগণ্য। বেশির ভাগ কোথাওই জমা দেননি। অনেকেরই আবার তথ্য তোলা (আপলোড) হয়নি। যেমন, কোচবিহারে একটি তেল সংস্থার ১৬% গ্রাহকের তথ্য ডিস্ট্রিবিউটরের কাছে থাকলেও ব্যাঙ্কের কাছে রয়েছে ৪.৫%। |
|
যাঁরা জমা দিয়েছেন
• ডিস্ট্রিবিউটর এবং ব্যাঙ্ক দু’জায়গাতেই আধার-তথ্য যাঁরা জমা দিয়েছেন, আজ থেকেই সরাসরি ভর্তুকির পদ্ধতি তাঁদের জন্য চালু। আপনার ডিস্ট্রিবিউটর যদি কলকাতা, হাওড়া কিংবা কোচবিহারের হন, তা হলে আপনি নতুন পরিষেবার হকদার। আজ থেকে বুকিং করলে অথবা বুকিং করা গ্যাস এখনও এসে না-থাকলে, এই সুবিধা পাবেন।
• ভর্তুকির টাকা অ্যাকাউন্টে পৌঁছবে বুকিংয়ের পরই। অর্থাৎ সিলিন্ডারের দাম মেটানোর আগেই তা আপনার কাছে পৌঁছে যাওয়ার কথা।
|
যাঁরা জমা দেননি
• যাঁরা এখনও আধার নম্বর জমা দেননি, আরও তিন মাস ভর্তুকির সিলিন্ডার পেতে অসুবিধা হবে না তাঁদের। তা মিলবে এখনকার চালু নিয়মেই। যাঁরা ছবি তুলে এসেছেন কিন্তু আধার কার্ড পাননি, তাঁরা নিখরচায় ফোন করতে পারেন ১৮০০-৩০০-১৯৪৭ নম্বরে।
• যাঁরা ছবি তুলেছেন কিন্তু কার্ড হাতে পাননি, তাঁদের অবস্থা যাচাইয়ের দায়িত্ব নেবে আধার কর্তৃপক্ষ (ইউআইডিএআই)। কর্তৃপক্ষের পূর্বাঞ্চলীয় কর্তা প্রদীপ কুমার উপাধ্যায়ের দাবি, যাঁদের আধার নম্বর এখনও তৈরি হয়নি, এক মাসের মধ্যে তাঁদের নম্বর তৈরির চেষ্টা করবেন তাঁরা।
|
জেনে রাখুন
• সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় এখনও বেরোয়নি। অন্তর্বর্তী রায়ে শীর্ষ আদালত বলেছিল, রান্নার গ্যাসে ভর্তুকি পাওয়ার মতো সরকারি সুবিধা পেতে আধার কার্ড বাধ্যতামূলক হতে পারে না। তাই তার পরেও আধার কার্ড আদৌ লাগবে কেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। |
|
|
|
|
|