ছাত্রছাত্রীদের সাহিত্যমুখী করতে অবসরের দিন সঞ্চয়ের ১ লক্ষ টাকা দান করলেন শিক্ষক। বাঁকুড়ার জয়পুরের কুচিয়াকোল শান্তিপ্রসাদ সিংহ হাইস্কুল থেকে বৃহস্পতিবার অবসরের সংবর্ধনা নিতে গিয়ে ২৯ বছর শিক্ষকতা করে যাওয়া সুনীলকুমার ঘটকের এই অবদানে উচ্ছ্বসিত সহকর্মী থেকে ছাত্রছাত্রীরা। লোকসাহিত্য নিয়ে লেখালেখি করেন সুনীলবাবু। তিনি বলেন, “ছাত্রছাত্রীদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে রয়েছে। স্কুল পত্রিকার মাধ্যমে তা বিকাশের সুযোগ থাকে। তাই স্কুলের বার্ষিক পত্রিকা প্রকাশের জন্য ৫০ হাজার টাকা ‘ফিক্সড ডিপোসিট’ করে দিলাম। স্কুলের গ্রন্থাগারের উন্নতির জন্য আরও ৫০ হাজার টাকা দিয়েছি।” অবসর-জীবনেও স্কুলের জন্য সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। স্কুলের প্রধান শিক্ষক সমীর ভট্টাচার্য বলেন, “সুনীলবাবু শিক্ষকতার সঙ্গে প্রচুর লেখালেখি করেছেন। অর্থাভাবে আমাদের স্কুলের গ্রন্থাগারে বইয়ের সংখ্যাও কম। তিনি তাঁর বাবা ও মায়ের নামে ১ লক্ষ টাকা দান করে দিয়েছেন। তাতে গ্রন্থাগারের বই কেনা হবে এবং স্কুলের বার্ষিক পত্রিকা প্রকাশ করা হবে।”
|
মোটর বাইকে চেপে এসে ভরা বাজারে এক যুবককে গুলি করে খুন করে পালাল দুই যুবক। বৃহস্পতিবার রাত ৮টায় আদ্রা রেল স্টেশনের সব্জি বাজারের এই ঘটনায় এলাকার চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানায়, নিহত সঞ্জীব সিংহ ওরফে বাবুর (৩০) বাড়ি আদ্রার বেনিয়াশোলের স্টেট ব্যাঙ্ক পাড়ায়। পুলিশ তদন্ত শুরু করলেও রাত পর্যন্ত ওই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন ঘটনার সময়ে ওই যুবক সব্জি বাজারের কাছে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা দুই অজ্ঞাত পরিচয় যুবক একটি মোটরবাইকে চেপে সঞ্জীবের কাছে এসে দাঁড়ায়। তারা সঞ্জীবকে লক্ষ করে কয়েকটি গুলি করে মোটরবাইকে পালিয়ে যায়। সম্বিৎ ফিরতেই ঘটনাস্থলের আশেপাশে থাকা লোকেরা দেখেন সঞ্জীব লুটিয়ে পড়েছেন। তাঁর বুকে আর পেটে গুলি লেগেছে। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে রঘুনাথপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। পুলিশ জানিয়েছে, খুনের কারণ এখনও স্পষ্ট নয়। এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে। |