|
|
|
|
অটো দৌরাত্ম্য রুখতে ফের অভিযান জেলায় |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অটোর দৌরাত্ম্য রুখতে ফের পথে নামল পরিবহণ দফতর। ১৪টি অটো আটকও করা হয়েছে। দফতর সূত্রে খবর, ওই অটো মালিকদের জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে পথে অটো চালানোর অনুমতি দেওয়া হবে না। দফতরের এক আধিকারিক বলেন, “অটো নিয়ে আমাদের কাছে মাঝেমধ্যে কিছু অভিযোগ আসে। আমরা পদক্ষেপও করি। মেদিনীপুর- খড়্গপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।” কী অভিযোগের ভিত্তিতে ১৪টি অটো আটক করা হয়েছে? পরিবহণ দফতর সূত্রে খবর, অভিযোগ মূলত তিন ধরণের। এক, অতিরিক্ত যাত্রী তোলা। দুই, অন্য রুটে অটো চালানো। এবং তিন, প্রয়োজনীয় কাগজপত্র না- রাখা। বুধবার মেদিনীপুর ও তার আশপাশের এলাকায় অভিযান চালান পরিবহন দফতরের আধিকারিকেরা। সেই সময় ১৪টি অটো আটক করা হয়। মেদিনীপুর- খড়্গপুর শহরের যানজট সমস্যা রয়েছে। সকাল থেকে বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়। অটো দৌরাত্ম্যের জেরে সেই সমস্যা আরও বেড়েছে। দুই শহরেরই বাসিন্দাদের বক্তব্য, কয়েকটি অটো ইচ্ছে মতো যেখানে- সেখানে দাঁড়িয়ে পড়ে। যাত্রী তোলে। অনেক সময় রুট পারমিটও মানা হয় না। |
|
মেদিনীপুর আরটিও অফিসের সামনে রয়েছে আটক করা অটো। ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
এক রুটে অটো চালানোর অনুমতি থাকে। আর অন্য রুটে অটো চলাচল করে। বাড়তি যাত্রী তোলার জন্য অনেক সময় দুর্ঘটনাও ঘটে। তবু হুঁশ ফেরে না। সাধারণত, একটি অটোয় ৪- ৬ জন থাকার কথা। সেখানে ১২- ১৪ জনকেও তোলা হয়। পশ্চিম মেদিনীপুরে ৯০০টি অটো চলাচল করে। অধিকাংশই অবশ্য মেদিনীপুর, খড়্গপুর, ঘাটালের মতো শহরে। ঝাড়গ্রামে অটো রয়েছে। তবে সংখ্যায় কম। আগের থেকে এখন মেদিনীপুর, খড়্গপুরে অটোর সংখ্যা বেড়েছে। নতুন নতুন রুটে অটো চালু হয়েছে। অনেক সময় দ্রুত গতিতেও অটো চলাচল করে। এর ফলে, বিপদের সম্ভাবনা থাকে। যাত্রাপথে সে ভাবে পুলিশি নজরদারি থাকে না। যাত্রীদের বক্তব্য, এই পরিস্থিতি চলতে থাকলে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। বেপোরোয়া অটো চলাচলের ফলে একদিকে যেমন পথচলতি মানুষের প্রাণহানির সম্ভাবনা থাকে, তেমন অটো উল্টে যাত্রীদেরও প্রাণহানির সম্ভাবনা থাকে। ফলে, এ নিয়ে সতর্ক হওয়া দরকার। পরিবহণ দফতরের ওই আধিকারিক অবশ্য বলেন, “পরিস্থিতি দেখেই মাঝেমধ্যে অভিযান চালানো হয়। যে সব চালক বিধি লঙ্ঘন করেন, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হয়। জরিমানা আদায় করা হয়। বুধবার এমনই অভিযান চালানো হয়েছে। তা আরও বাড়ানো হবে।” |
|
|
|
|
|