রেললাইনের উপর দাঁতাল হাতি দাঁড়িয়ে থাকায় ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে ডুয়ার্সের রাজাভাতখাওয়া জঙ্গলের কাছে ওই ঘটনা ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার জংশনগামী ইন্টারসিটি এবং প্যাসেঞ্জার ট্রেনকে হাসিমারা স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়।
রেল ও বন দফতর সূত্রে জানা গিয়েছে আলিপুরদুয়ার জংশন ও দমনপুরের মাঝামাঝি এলাকায় এদিন সন্ধ্যের পর থেকে একটি দাঁতালকে লাইন লাগোয়া জঙ্গলে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে রাত ৮ টা নাগাদ ওই দাঁতালটি রেললাইনে উঠে আসায় ট্রেন থামিয়ে দেওয়া হয় বলে রেল সূত্রে জানানো হয়েছে। প্রায় পৌনে একঘণ্টা চেষ্টার পর বনকর্মীরা হাতিটিকে রেল লাইন থেকে সরিয়ে দেওয়া হয়।
রাতে বন দফতর জানিয়েছে, বাজি, পটকা ফাটিয়ে হাতিটিকে লাইনের থেকে নিরাপদ দূরত্বের গভীর জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা। বন দফতরের বক্সা পশ্চিম ডেপুটি ফিল্ড ডাইরেক্টর অপূর্ব সেন বলেন, “রেললাইনে দাঁড়িয়ে থাকা দাঁতালটিকে সরিয়ে দেওয়ার পর সেটিকে গভীর জঙ্গলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা চলছে। নিরাপদ দূরত্বে সেটিকে সরিয়ে দেওয়ার পর রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।”
উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের ডিআরএম বীরেন্দ্র কুমার বলেন, “প্রায় এক ঘণ্টা থেকে হাতিটি লাইনে রয়েছে বলে খবর পেয়েছি। লাইনে দাঁতাল দাঁড়িয়ে থাকায় এনজেপি আলিপুরদুয়ার জংশনগামী ইন্টারসিট ও প্যাসেঞ্জার ট্রেনকে হাসিমারাতে দাঁড় করানোর নির্দেশ দেওয়া হয়েছে। হাতিটি সরে গেলে ওই ট্রেন দুটিকে চালানো হবে।” |