কালীপুজোয় শব্দবাজির দৌরাত্ম্য রুখতে জেলায় জেলায় তল্লাশি শুরু করেছে পুলিশ। সরকার নির্ধারিত শব্দ-সীমা (৯০ ডেসিবেল) ছাড়ানো বাজি আটক করা হচ্ছে। গ্রেফতারও করা হচ্ছে লোকজনকে। এ ব্যাপারে জনসচেতনতা বাড়ানোর উপরেও জোর দেওয়া হচ্ছে। তবে তার পরেও বেআইনি বাজি বিক্রির খবর মিলছে জেলাগুলি থেকে। বাজি ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, ক্রেতারা শব্দ-বাজি চাইলে, তাঁরা কী করবেন? তাই নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করা হচ্ছে। তবে কোনও ভাবেই শব্দ দূষণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন রাজ্যের আইজি (আইন-শৃঙ্খলা) অনুজ শর্মা। তিনি বলেন, “শব্দবাজি রুখতে আমরা কড়া ব্যবস্থা নিচ্ছি। অভিযান-তল্লাশি চালানো হচ্ছে।” শব্দবাজি মজুত রাখায় জড়িত অভিযোগে নদিয়ার চাকদহের একটি বাজি কারখানায় তল্লাশি চালিয়ে এক জনকে ধরা হয়েছে। মুর্শিদাবাদে বহরমপুরের গোরাবাজার থেকে তিন হাজার এবং গোয়ালজান এলাকা থেকে বাজি তৈরির মশলা-সহ বিভিন্ন ধরনের আড়াই হাজার নিষিদ্ধ শব্দ-বাজি আটক করেছে পুলিশ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে ১০০ কেজি, কোলাঘাটের পয়াগ্রাম থেকে ১৫০ কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দুর্গাপুর আঞ্চলিক কার্যালয় থেকে জানানো হয়েছে, কালীপুজোর সময়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে তিন দিনের জন্য কন্ট্রোল-রুম খোলা হচ্ছে। এ ছাড়া, পুলিশ ও পর্ষদের দু’টি দল দুর্গাপুরে ঘুরে বেড়াবে। আজ, শুক্রবার থেকে নজরদারি আরও বাড়ানো হবে বলে জানান পর্ষদের এক কর্তা।
|
পরিবেশ দূষণের অভিযোগ এনে বৃহস্পতিবার দুর্গাপুরের পলাশডিহার বাসিন্দারা একটি মোবাইল টাওয়ার বসানোর কাজ থামিয়ে দিলেন। তাঁদের দাবি, এলাকায় ইতিমধ্যেই একাধিক মোবাইল টাওয়ার রয়েছে। এ দিন সকালে ঠিকাদারের লোকজন টাওয়ার বসানোর কাজ শুরু করতেই বাসিন্দারা বিক্ষোভ শুরু করে দেন। বাধ্য হয়ে কাজ থামিয়ে ঠিকাদারের লোকজন চলে যান। পুরসভার মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় জানিয়েছেন, পুরসভা এই টাওয়ারগুলি থেকে রাজস্ব পায়। নির্দিষ্ট নিয়ম মেনেই অনুমতি দেওয়া হয়েছে।
|
এক মণ্ডপে থিম উষ্ণায়ন। অন্য মণ্ডপে থিম বহুরূপী। এক ক্লাবের উদ্যোক্তারা চমক দিতে তৈরি ৩৫ ফুট উঁচু কালী প্রতিমা গড়ে। ১৯৭৭ থেকেই পুজো করে আসছে বাঘা যতীন ক্লাব। এবছর থিম উষ্ণায়ন। চাঁচলের মুনলাইট ক্লাব প্রতিমা গড়ছে ৩৫ ফুট। পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে কাশীধামের এক পুরনো মন্দিরের আদলে। ২৬ বছরে পড়ল মুনলাইটের পুজো। পিছিয়ে নেই চাঁচলের টেন জুয়েলস ক্লাব। ২৯ বছরের থিম বহুরূপী। ভাইফোঁটার দিন পড়ুয়াদের সংবর্ধনা, বস্ত্র বিলি হবে।
|
এক মৎস্যজীবীকে বাঘে টেনে নিয়ে গেল সুন্দরবনে। বৃহস্পতিবার দুপুরে গোসাবার ন-বাঁকি জঙ্গলের ন-বাঁকি খালে ঘটনাটি ঘটে। বছর চল্লিশের সোমেদ মিস্ত্রি আরও দু’জনের সঙ্গে এ দিন খালে মাছ ধরতে যান। আচমকাই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে তাঁকে টেনে নিয়ে যায়।
|
গন্ডারের খড়্গ বিক্রি করতে গিয়ে ধরা পড়ল দু’জন। আজ ঘটনাটি ঘটেছে শিবসাগরে। পুলিশ জানায়, শিবসাগরের গৌরীসাগর এলাকা থেকে গৌতম গগৈ ও মিন্টু গগৈ নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে গন্ডারের একটি খড়্গ উদ্ধার করা হয়। ধৃতরা জানিয়েছে, সেটির বাজারদর প্রায় ৪৫ লক্ষ টাকা। সে গুলি একজনকে বিক্রি করতেই তারা শিবসাগরে এসেছিল।
|
দুই ব্যাগ ভর্তি কচ্ছপ উদ্ধার করল কলকাতা পুলিশ। আটক হয়েছে দুই ব্যক্তি। ধৃত বাসুদেব সরকার ও গৌর রায় ক্যানিংয়ের বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যায় ওই দু’জন দু’ব্যাগ ভর্তি ছোট কচ্ছপ নিয়ে দাঁড়িয়েছিল ৩০এ বাসস্ট্যান্ডের কাছে। খবর পেয়ে সিঁথি থানার পুলিশ তাদের আটক করে। পুলিশ সূত্রে খবর, প্রায় ২০০টি কচ্ছপ মিলেছে তাদের থেকে। কচ্ছপগুলোকে সল্টলেকের বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে পাঠানো হয়েছে।
|
পরিবেশ দূষণের অভিযোগে বৃহস্পতিবার দুর্গাপুরের পলাশডিহার বাসিন্দারা একটি মোবাইল টাওয়ার বসানোর কাজ থামিয়ে দিলেন। তাঁদের দাবি, এলাকায় একাধিক মোবাইল টাওয়ার রয়েছে। ফের আরও একটি বসানোর উদ্যোগ শুরু হয়েছে। ঠিকাদারের লোকজন টাওয়ার বসানোর কাজ শুরু করতেই বাসিন্দারা বিক্ষোভ করেন।
|