টুকরো খবর
জয়নগরের মোয়া নিয়ে বৈঠক
আগের তুলনায় মান কমছে বিখ্যাত জয়নগরের মোয়ার। মোয়াপ্রেমীদের বক্তব্য, জয়নগরের মোয়ার আর সেই স্বাদ-গন্ধ মেলে না। শুধু খাদ্যরসিকরাই নন, এ নিয়ে চিন্তায় মোয়াশিল্পীরাও। কী ভাবে জয়নগরের বিধ্যাত মোয়ার মান ঠিক রাখা যায় তা নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার এক কনভেনশনের আয়োজন করা হয়েছিল। জয়নগরের মোয়া বাঁচাও কমিটির পরিচালনায় ওই কনভেনশনে হাজির চিলেন মোয়া তৈরির শিল্পী থেকে শিউলি এবং মোয়া ব্যবসায়ীরা। আলোচনা হয় মোয়া তৈরির অন্যতম প্রধান উপকরণ নলেন গুড় নিয়ে। খেজুর রস থেকেই মেলে ওই গুড়। কিন্তু দিন দিন যে ভাবে গ্রামে-গঞ্জে খেজুর গাছ কমে যাচ্ছে, তাতে গুড় পাওয়াই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সমস্যা থেকে উদ্ধার পেতে প্রচুর পরিমাণে খেজুর গাছ লাগানোর উপরে জোর দেওয়া হয় আলোচনায়। পাশাপাশি আর এক প্রধান উপকরণ কনকচূড় ধানের খই। সে জন্য ওই ধানের চাষের উপরেও জোর দেওয়া হয়। আলোচনা হয় শিউলি নিয়েও। শিউলিদের বক্তব্য, নতুন প্রজন্মের কেউ আর এই পেশায় আসতে চাইছেন না। ফলে সে ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে। কমিটির তরফে বলা হয়, কী ভাবে জয়নগরের মোয়ার ঐতিহ্য বজায় রাখা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। সভায় উপস্থিত বিধায়ক তরুণ নস্কর বলেন, “জয়নগরের মোয়ার ঐতিহ্য যাতে বজায় থাকে আলোচনা করে তার উপায় বের করার চেষ্টা চলছে।”

পুরনো খবর:
কলকাতায় পেট্রোল কমলো ১.৪৪ টাকা
ফের দাম কমলো পেট্রোলের। কলকাতায় কর ধরে তা লিটারে কমেছে ১.৪৪ টাকা। ফলে আগের ৭৯.৫১ টাকা থেকে কমে দর দাঁড়াল ৭৮.০৭ টাকা। ডিজেল অবশ্য ৫৬.৯০ থেকে লিটারে ৫৯ পয়সা বেড়ে হয়েছে ৫৭.৪৯ টাকা। কমেছে ভর্তুকি -বিহীন রান্নার গ্যাস সিলিন্ডার ও অটো এলপিজি-র দরও। শহরে সিলিন্ডার ১০৩৫.৫০ থেকে ৫১.৫০ টাকা কমে হয়েছে ৯৮৪ টাকা। আর অটো এলপিজি ৫৩.৬৭ থেকেকমে হল ৫১.২৮ টাকা। টানা দু’বার দাম কমলো পেট্রোলের। ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, বিশ্ব বাজারে তেলের দাম কমেছে ও ডলারে টাকা বেড়েছে। তাই পেট্রোলের দর এ বার লিটারে ১.১৫ টাকা (কর ছাড়া) কমিয়েছে তারা। আর ডিজেল বিক্রিতে ক্ষতি কমাতে নিয়ম মাফিকই তা বেড়েছে ৫০ পয়সা (কর ছাড়া)। কলকাতা-সহ সব শহরেই নয়া দাম স্থির হয়েছে মূল দামের সঙ্গে ভ্যাট যোগ করে। তেল সংস্থাগুলি এ দিন বিমান জ্বালানি এটিএফের দামও ৪.৫% কমিয়েছে।

ছ’মাসেই রাজকোষ ঘাটতি লক্ষ্যের ৭৬%
চলতি অর্থবর্ষের প্রথম ছ’মাসে রাজকোষ ঘাটতি দাঁড়াল ৪.১২ লক্ষ কোটি টাকা। যা পুরো অর্থবর্ষের লক্ষ্যমাত্রার ৭৬%। অর্থনীতি বিষয়ক সচিব অরবিন্দ মায়ারাম অবশ্য দাবি করেন, কেন্দ্র রাজকোষ ঘাটতির লক্ষ্যমাত্রা পূরণ করবে। তবে বিশেষজ্ঞদের অনেকের মতে, এর থেকে স্পষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করতে হিমসিম খাচ্ছে কেন্দ্র। অন্য একাংশের অবশ্য মত, সেপ্টেম্বরের পরিসংখ্যানে কিছুটা স্বস্তির শ্বাস ফেলতে পারেন অর্থমন্ত্রী পি চিদম্বরম। কারণ, অগস্টেই লক্ষ্যের ৭৫% ছুঁয়েছিল ঘাটতি। কিন্তু সেপ্টেম্বরে নিট কর আদায় ৬৭% বাড়ায় ঘাটতিকে বেঁধে রাখা গিয়েছে ৭৬ শতাংশে।

পরিকাঠামো শিল্পে বৃদ্ধি ৮ শতাংশ
আটটি পরিকাঠামো শিল্পে উৎপাদন বৃদ্ধি সেপ্টেম্বরে ছুঁল ৮%। গত ১১ মাসে তা সর্বোচ্চ। অগস্টের ৩.৭%-এর তুলনায় এই হার অনেকটা বেশি। তবে গত বছর সেপ্টেম্বরে তা ছিল ৮.৩%। সরকারি পরিসংখ্যান মাফিক, অশোধিত তেল, ইস্পাত, বিদ্যুৎ ক্ষেত্রের সাফল্যের জেরেই ভাল ফল করেছে পরিকাঠামো শিল্প। এর হাত ধরে শিল্প বৃদ্ধিও ভালই হবে বলে আশা সংশ্লিষ্ট মহলে।

পুরস্কার চার সংস্থার কর্তাদের
দীর্ঘ সময় ধরে ক্ষতিতে চলার পরে অবশেষে লাভের মুখ দেখল ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএফডিসি)। ওই সংস্থাটি ছাড়াও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে ভারত কুকিং কোল, ন্যাশনাল প্রজেক্ট কনস্ট্রাকশন কর্পোরেশন ও স্টিল অথরিটির রিফ্র্যাকটরি ইউনিটও। ওই চারটি রুগ্ন সংস্থাকে ঘুরে দাঁড়ানোয় আজ সংস্থার শীর্ষ কর্তাদের পুরস্কৃত করেন বোর্ড ফর রিকনস্ট্রাকশন অফ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ (বিআরপিএসই)-র চেয়ারম্যান নীতীশ সেনগুপ্ত। রুগ্ন রাষ্ট্রায়ত্ত শিল্পগুলিকে কী ভাবে বাঁচিয়ে তোলা যায় সেই পথ খুঁজতে প্রায় এক দশক আগে বিআরপিএসই গঠন করেছিল কেন্দ্রীয় ভারি শিল্প মন্ত্রক। বিআরপিএসই-র দাবি, এ যাবৎ তারা ৬৮টি রুগ্ন সংস্থার সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেছে। নীতীশবাবুদের পক্ষ থেকে মন্ত্রকের কাছে যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে বলা হয়েছে, এর মধ্যে ছ’টি রুগ্ন শিল্পকে কোনও ভাবেই বাঁচিয়ে তোলা সম্ভব নয়। কিন্তু প্রয়োজনীয় সরকারি সাহায্য ও কর্মী ছাঁটাই ও ব্যয়সঙ্কোচ করা হলে ৫৮টি রুগ্ন শিল্পকে ফের চাঙ্গা করা যেতে পারে। এই কাজের জন্য প্রায় ৩৯ হাজার কোটি টাকার কেন্দ্রীয় অনুদান দাবি করা হয়েছে। বিআরপিএসই-র দাবি আংশিক ওই দাবি মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছে মন্ত্রক। ইতিমধ্যেই ৪৪টি রুগ্ন শিল্পের পুনরুজ্জীবনে প্রায় সাড়ে আঠাশ হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে তারা। এর ফলে প্রায় দু’লক্ষেরও বেশি কর্মী ও তাঁদের পরিবার উপকৃত হবেন বলে জানান নীতীশবাবু।

ধনতেরাস উপলক্ষে
ধনতেরাস উপলক্ষে ছাড় দিচ্ছে রূপায়ণ জুয়েলার্স। গয়নার মজুরিতে ২০% পর্যন্ত, হিরে ও দামি পাথরে ৭% পর্যন্ত ছাড় মিলবে। এই সুবিধা পাওয়া যাবে ২ নভেম্বর পর্যন্ত।

স্টেট ব্যাঙ্কের সুদ
নির্দিষ্ট মেয়াদে স্থায়ী আমানতে সুদ বাড়াল স্টেট ব্যাঙ্ক। ১ কোটি টাকার কম হলে ১৮০-২১০ দিনের জমায় সুদ ৬.৮০% থেকে বেড়ে হল ৭%।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.