আগের তুলনায় মান কমছে বিখ্যাত জয়নগরের মোয়ার। মোয়াপ্রেমীদের বক্তব্য, জয়নগরের মোয়ার আর সেই স্বাদ-গন্ধ মেলে না। শুধু খাদ্যরসিকরাই নন, এ নিয়ে চিন্তায় মোয়াশিল্পীরাও। কী ভাবে জয়নগরের বিধ্যাত মোয়ার মান ঠিক রাখা যায় তা নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার এক কনভেনশনের আয়োজন করা হয়েছিল। জয়নগরের মোয়া বাঁচাও কমিটির পরিচালনায় ওই কনভেনশনে হাজির চিলেন মোয়া তৈরির শিল্পী থেকে শিউলি এবং মোয়া ব্যবসায়ীরা। আলোচনা হয় মোয়া তৈরির অন্যতম প্রধান উপকরণ নলেন গুড় নিয়ে। খেজুর রস থেকেই মেলে ওই গুড়। কিন্তু দিন দিন যে ভাবে গ্রামে-গঞ্জে খেজুর গাছ কমে যাচ্ছে, তাতে গুড় পাওয়াই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সমস্যা থেকে উদ্ধার পেতে প্রচুর পরিমাণে খেজুর গাছ লাগানোর উপরে জোর দেওয়া হয় আলোচনায়। পাশাপাশি আর এক প্রধান উপকরণ কনকচূড় ধানের খই। সে জন্য ওই ধানের চাষের উপরেও জোর দেওয়া হয়। আলোচনা হয় শিউলি নিয়েও। শিউলিদের বক্তব্য, নতুন প্রজন্মের কেউ আর এই পেশায় আসতে চাইছেন না। ফলে সে ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে। কমিটির তরফে বলা হয়, কী ভাবে জয়নগরের মোয়ার ঐতিহ্য বজায় রাখা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। সভায় উপস্থিত বিধায়ক তরুণ নস্কর বলেন, “জয়নগরের মোয়ার ঐতিহ্য যাতে বজায় থাকে আলোচনা করে তার উপায় বের করার চেষ্টা চলছে।”
|
ফের দাম কমলো পেট্রোলের। কলকাতায় কর ধরে তা লিটারে কমেছে ১.৪৪ টাকা। ফলে আগের ৭৯.৫১ টাকা থেকে কমে দর দাঁড়াল ৭৮.০৭ টাকা। ডিজেল অবশ্য ৫৬.৯০ থেকে লিটারে ৫৯ পয়সা বেড়ে হয়েছে ৫৭.৪৯ টাকা। কমেছে ভর্তুকি -বিহীন রান্নার গ্যাস সিলিন্ডার ও অটো এলপিজি-র দরও। শহরে সিলিন্ডার ১০৩৫.৫০ থেকে ৫১.৫০ টাকা কমে হয়েছে ৯৮৪ টাকা। আর অটো এলপিজি ৫৩.৬৭ থেকেকমে হল ৫১.২৮ টাকা। টানা দু’বার দাম কমলো পেট্রোলের। ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, বিশ্ব বাজারে তেলের দাম কমেছে ও ডলারে টাকা বেড়েছে। তাই পেট্রোলের দর এ বার লিটারে ১.১৫ টাকা (কর ছাড়া) কমিয়েছে তারা। আর ডিজেল বিক্রিতে ক্ষতি কমাতে নিয়ম মাফিকই তা বেড়েছে ৫০ পয়সা (কর ছাড়া)। কলকাতা-সহ সব শহরেই নয়া দাম স্থির হয়েছে মূল দামের সঙ্গে ভ্যাট যোগ করে। তেল সংস্থাগুলি এ দিন বিমান জ্বালানি এটিএফের দামও ৪.৫% কমিয়েছে।
|
চলতি অর্থবর্ষের প্রথম ছ’মাসে রাজকোষ ঘাটতি দাঁড়াল ৪.১২ লক্ষ কোটি টাকা। যা পুরো অর্থবর্ষের লক্ষ্যমাত্রার ৭৬%। অর্থনীতি বিষয়ক সচিব অরবিন্দ মায়ারাম অবশ্য দাবি করেন, কেন্দ্র রাজকোষ ঘাটতির লক্ষ্যমাত্রা পূরণ করবে। তবে বিশেষজ্ঞদের অনেকের মতে, এর থেকে স্পষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করতে হিমসিম খাচ্ছে কেন্দ্র। অন্য একাংশের অবশ্য মত, সেপ্টেম্বরের পরিসংখ্যানে কিছুটা স্বস্তির শ্বাস ফেলতে পারেন অর্থমন্ত্রী পি চিদম্বরম। কারণ, অগস্টেই লক্ষ্যের ৭৫% ছুঁয়েছিল ঘাটতি। কিন্তু সেপ্টেম্বরে নিট কর আদায় ৬৭% বাড়ায় ঘাটতিকে বেঁধে রাখা গিয়েছে ৭৬ শতাংশে।
|
আটটি পরিকাঠামো শিল্পে উৎপাদন বৃদ্ধি সেপ্টেম্বরে ছুঁল ৮%। গত ১১ মাসে তা সর্বোচ্চ। অগস্টের ৩.৭%-এর তুলনায় এই হার অনেকটা বেশি। তবে গত বছর সেপ্টেম্বরে তা ছিল ৮.৩%। সরকারি পরিসংখ্যান মাফিক, অশোধিত তেল, ইস্পাত, বিদ্যুৎ ক্ষেত্রের সাফল্যের জেরেই ভাল ফল করেছে পরিকাঠামো শিল্প। এর হাত ধরে শিল্প বৃদ্ধিও ভালই হবে বলে আশা সংশ্লিষ্ট মহলে।
|
ধনতেরাস উপলক্ষে ছাড় দিচ্ছে রূপায়ণ জুয়েলার্স। গয়নার মজুরিতে ২০% পর্যন্ত, হিরে ও দামি পাথরে ৭% পর্যন্ত ছাড় মিলবে। এই সুবিধা পাওয়া যাবে ২ নভেম্বর পর্যন্ত।
|
নির্দিষ্ট মেয়াদে স্থায়ী আমানতে সুদ বাড়াল স্টেট ব্যাঙ্ক। ১ কোটি টাকার কম হলে ১৮০-২১০ দিনের জমায় সুদ ৬.৮০% থেকে বেড়ে হল ৭%। |