লগ্নিকারীদের উৎসাহের জেরে ফের নজির গড়ল সেনসেক্স। বৃহস্পতিবার দিনের শেষে প্রায়১৩১ পয়েন্ট বেড়ে সূচক বন্ধ হয় ২১,১৬৪.৫২ অঙ্কে। বাজার বন্ধের সময়ে সেনসেক্স এর আগে এতটা উচ্চতা স্পর্শ করেনি। গত ২৮ অগস্ট এ বছরের সর্বনিম্ন অঙ্ক ১৭,৪৪৮.৭১-এ নেমে যাওয়ার পর থেকে মুম্বই বাজারের এই সূচক বাড়ল ২১.৩ শতাংশ।
মুরত লেনদেনের আগেই বাজার চাঙ্গা হয়ে ওঠায় খুশি বিনিয়োগকারীরাও। বাজার সূত্রে খবর, মুরতে নতুন সম্বতে পা রাখার দিনে বাজার আরও উঠবে বলে আশা তাঁদের। দেওয়ালি উপলক্ষে এই মুরত লেনদেন অনুষ্ঠিত হবে রবিবার, সন্ধ্যা ৬.১৫ থেকে ৭.৩০ পর্যন্ত।
সব মিলিয়ে অক্টোবরে সেনসেক্স বাড়ল ৯.২ শতাংশ। ২০১২-র জানুয়ারির পর থেকে সেনসেক্স কোনও মাসেই এত বেশি বাড়েনি। |
মূলত বিদেশি আর্থিক সংস্থাগুলির ভারতের বাজারে বিপুল পরিমাণ পুঁজি ঢালার হাত ধরেই সেনসেক্স উঠছে বলে জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। বুধবার পর্যন্ত গত ১৯ দিনে তারা এ দেশের বাজার থেকে প্রায় ১৬,০০০ কোটি টাকার শেয়ার কিনেছে।
মুদ্রা বিনিময় চুক্তি। ফ্রাঙ্কফুর্টের খবর: আমেরিকার ফেডারেল রিজার্ভ-সহ বিশ্বের ছ’টি শীর্ষ ব্যাঙ্ক স্থায়ী ভাবে নিজেদের মধ্যে মুদ্রা বিনিময় চুক্তি করল। এর ফলে শেয়ার বাজারে বিপর্যয় বা আর্থিক সঙ্কটে তারা একে অপরকে মুদ্রা জোগতে পারবে। ২০০৭-এ মন্দা পরবর্তী জমানায় আপৎকালীন ব্যবস্থা হিসাবে ব্যাঙ্কগুলি এই চুক্তি করেছিল। এ বার থেকে তা স্থায়ী ভাবে বহাল হল। এর আওতায় পড়ছে মার্কিন ফেডারেল রিজার্ভ, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইংল্যান্ড, কানাডা ও সুইৎজারল্যান্ডের শীর্ষ ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ জাপান। |