খাদ্যদিবসে খারাপ চাল
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
খারাপ চাল বিলি করার অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ায় মালদহ হরিশ্চন্দ্রপুরে। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বুধবার জেলার প্রতি ব্লকে বিপিএলদের ৫ কেজি করে চাল বিলি করে প্রশাসন। কিন্তু নিম্নমানের, খারাপ চাল দেওয়া হচ্ছে অভিযোগ তুলে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকে পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন কর্তাদের বিক্ষোভ দেখান ভোক্তারা। চাল বিলি বন্ধ করে প্রশাসন। জেলা খাদ্য নিয়ামক রিনচেন শেরপা বলেন, “এখনও নতুন ধান ওঠেনি। পুরানো ধান থেকে চাল করা হয়েছে। রঙ লালচে হলেও তা খারাপ নয়।”
|
‘ঠেক’ ভাঙতে নারী অভিযান
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
চায়ের দোকান থেকে সব্জির দোকান, কোথাও প্লাস্টিকের পাউচে কোথাও গ্লাসে মদ বিক্রির রমরমা চলছিল। সন্ধ্যায় বাসিন্দাদের একাংশ ভিড় জমাতেন। মদ্যপানের পর বাড়ি গিয়ে স্ত্রীর ওপর অত্যাচার চলত। অথচ পুলিশের ব্যবস্থা না নেওয়ার মত অভিযোগ ঘিরে ধৈর্য্যের বাঁধ ভেঙেছিল পার্বতী দাস, আলমিনা বিবি, রাধিকা বর্মন, প্রীতিলতা সরকারের মত শতাধিক মহিলার। বুধবার দিনহাটা শহর লাগোয়া প্রান্তিক বাজার ও লাগোয়া এলাকা জুড়ে চলা বেআইনি মদের কারবার বন্ধে তাঁরা লাঠি-শাবল হাতুড়ি হাতে অভিযান চালালেন। অভিযোগ, পুলিশ ওই কারবার বন্ধে ঠিক মত উদ্যোগ নেয়নি। পুলিশের সঙ্গে ‘বোঝাপড়া’য় মদ কারবারিদের দৌরাত্ম্য বেড়েছিল। পুলিশের ভয় দেখালে ব্যবসায়ীরা বলত, সব ‘রফা’ হয়ে গিয়েছে। রাস্তায় না নেমে উপায় ছিল না।
|
হোমে অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
সরকারি হোমে এক কিশোরীর মৃত্যুতে চাঞ্চল্য দেখা দিয়েছে। বুধবার ইংরেজবাজার থানার মালদহ শহরে মনস্কামনা রোডের হোমে ঘটনাটি ঘটেছে। মৃত নাম ধনীকা কর্মকার (১৪)-এর বাড়ি গাজলে। গত ছয় মাস ধরে সে ওই হোমে ছিল। ঘটনার পর তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। রাজ্যের নারী ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র বলেন, “কী কারণে কিশোরীর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখে জেলাশাসককে রিপোর্ট দিতে বলেছি। মৃত্যুর পিছনে গাফিলতি যদি প্রমাণিত হয়, তা হলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”
|
হামলার নালিশ
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
ক্ষমতাসীন জোট ও বিরোধীদের হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মালদহের চাঁচল এলাকা। পঞ্চায়েতের সভা-সহ নানা বিষয় কেন্দ্র করে যুযুধান দু’পক্ষের গন্ডগোলে উন্নয়ন ব্যহত হচ্ছে। দু’তরফেই একে অন্যের বিরুদ্ধে মারধরের অভিযোগে পুলিশ-প্রশাসনে অভিযোগ জানিয়েছে। |