আর্য সভ্যতার পরেই পুরুলিয়ার লাল মাটি। ছৌ নাচের মুখোশ। কোথাও আবার গোলকধাঁধা। কালীপুজোয় এমনই থিম আয়োজন মালবাজারে।
শহরের সৎকার সমিতি রেলওয়ে ময়দানে তৈরি করছে বৈদিক যুদের মন্দির। মণ্ডপের ভেতর থেকে শুরু করে আশপাশেও আর্যসভ্যতার ছোঁয়া থাকবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। পুজোর পাশাপাশি তিনদিন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে মণ্ডপে। সাংস্কৃতিক মঞ্চে সদ্য প্রয়াত মান্না দে-কে শ্রদ্ধা জানানো হবে। শহরের অন্যতম প্রাচীন কালীপুজো মালবাজারের ঘড়িমোড়ের গোল্ডেন অ্যারো ক্লাবের। চন্দননগরের আলোকসজ্জায় শহরের ঘড়িমোড়কে সাজিয়ে তোলার পাশাপাশি লাগোয়া স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের পুজোয় বাংলোবাড়ির আদলে মণ্ডপের কাজ চলছে। বাড়তি আকর্ষণ মানব-পুতুল। জাতীয় তরুণ সংঘে থিম পুরুলিয়া। পুরুলিয়া জেলার শিল্প থেকে সংস্কৃতি সবকিছুই তুলে আনা হচ্ছে মণ্ডপে। মণ্ডপের পাশেই থাকছে সাংস্কৃতিক মঞ্চ। পুরুলিয়ার ছৌ নাচ আয়োজিত হবে। মালবাজারের ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের আলোয় বাড়তি আয়োজনের পাশাপাশি মণ্ডপেও চমক থাকবে।
ক্যালটেক্স মোড়ে বাঘাযতীন ক্লাবে ভূপালের রাজবাড়ির আদলে মণ্ডপ তৈরি শুরু হয়েছে। সংঘমিত্র ক্লাব পালকিতে করে মা কালীকে আনার দৃশ্য ফুটিয়ে তুলবে বলে জানিয়েছে। মালবাজার হাটখোলার সারনা কালচার ক্লাব এ বছর ডেঙ্গির বিনাশকারী হিসাবে মা কালীকে আরাধনা করার প্রস্তুতি নিচ্ছে। মন্ডপে ঢুকলেই হারিয়ে যেতে হবে বলে দাবি করেছে বিবেকানন্দ ক্লাব। ভুলভুলাইয়া থিমে দর্শনার্থীরা প্রথমে ঘাবড়ে যাবেন বলেই দাবি করেছেন উদ্যোক্তারা। |