কাজ শুরু হয়েছিল আগেই। এবার কাজে গতি আনল জিটিএ কর্তৃপক্ষ। দার্জিলিঙের বিভিন্ন পর্যটন এলাকার রাস্তা সংস্কার সহ বিভিন্ন প্রকল্পে প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ করেছে জিটিএ। পর্যটন এলাকার সঙ্গেই পাহাড়ের বিভিন্ন গ্রামেও পরিকাঠামো উন্নয়নের একটি খসড়া প্রস্তাব বুধবার তৈরি করেছে জিটিএ।
রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার সঙ্গে জিটিএর পদাধিকারীদের বুধবার একটি বৈঠক হয়। সেই বৈঠকে, দার্জিলিঙের রিমবিকে রাম্মাম জল বিদ্যুৎ প্রকল্প এলাকায় বাসিন্দাদের পানীয় জল সরবারহের জন্য রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা জিটিএ কর্তৃপক্ষকে ৭৫ লক্ষ টাকার চেক তুলে দেয়। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার প্রধান বাস্তুকার এস রায় বলেন, “সামাজিক দায়িত্ব পালন কর্মসূচি পালনের জন্য রিমবিক এলাকার উন্নয়নে জিটিএকে তিন কোটি টাকা দেওয়া হবে। যার প্রাথমিক পর্বে এদিন ৭৫ লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে।”
জিটিএর অস্থায়ী প্রধান রমেশ আলে বলেন, “টাইগার হিল, রোহিনী সব বিভিন্ন পর্যটন এলাকার রাস্তা সংস্কার করার জন্য ৩ কোটি টাকার মঞ্জুরি এদিন দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি গঙ্গামায়া উদ্যান এবং রক গার্ডেনকে সংস্কার করে নতুন করে সাজিয়ে তুলতে ৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পগুলি আগেই গ্রহণ করা হয়েছিল, এবার অর্থ মঞ্জুরি দেওয়া হল”
গঙ্গামায়া উদ্যান এবং রক গার্ডেনে যাতায়াতের রাস্তাগুলি সংস্কারের জন্য পৃথক ভাবে ৫ কোটি টাকার পরিকল্পনা তৈরি করছে জিটিএ। প্রকল্পের বিস্তারিত রিপোর্ট তথা ডিপিআর তৈরির পরে রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জিটিএর প্রধান সচিব রামদাসী মীনাও। তিনি বলেন, “রাজীব গাঁধী গ্রামীণ বিদ্যুতায়ন প্রকল্পে সম্প্রতি জিটিএকে ১৯৪ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। সেই বরাদ্দ পেলেই গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।” শিক্ষাবিদ মহেন্দ্র পি লামা এদিন শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে বলেন, “দার্জিলিং-ডুয়ার্স ইউনাইটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গঠন করার প্রস্তাব রেখেছি। এর প্রধান উদ্দেশ্য হবে দার্জিলিং এবং ডুয়ার্সকে নিয়ে পৃথক রাজ্য তৈরির ভিত্তিকে মজবুৎ করা।” অখিল ভারতীয় গোর্খা লিগের সাধারণ সম্পাদক প্রতাপ খাতিও উপস্থিত ছিলেন। তিনি বলেন, “লোকসভা নির্বাচনে মহেন্দ্রবাবু পাহাড় থেকে প্রার্থী হবেন। তাঁকে আমরা সমর্থন করব।” কার্শিয়াঙের ২৫টি পরিবার এবং মহানদী এলাকার ৫টি পরিবার বিভিন্ন দল থেকে এদিন তৃণমূলে যোগ দিয়েছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। |