তৃণমূলে যোগ নির্দল প্রধানের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এ বার তৃণমূলে যোগ দিলেন বিধাননগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। বুধবার তিনি তৃণমূলে যোগ দেন বলে জানান, ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা প্রণবেশ মণ্ডল। তিনি জানান, প্রধান জগদীশ সিংহ তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি নির্দল প্রার্থী হিসাবে ভোটে জিতে প্রধান হয়েছিলেন। প্রধান ছাড়াও বিরোধী দলনেতা শোভা সিংহ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে তিনি দাবি করেন। কংগ্রেসের তরফে জানানো হয়, তৃণমূল যে ভাবে দল ভাঙানোর খেলায় মেতেছে তা অনৈতিক। গত নির্বাচনে ১৪ আসনের ওই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল অবশ্য কোনও আসনে জেতেনি।
|
চেয়ারম্যানের সামনে ভাঙচুর |
প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের সামনেই তাঁর দফতরে ভাঙচুরের ঘটনা ঘটল। বুধবার শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের দফতরে ওই ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে শিক্ষক নেতা তথা প্রাক্তন ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মার নেতৃত্বে একদল শিক্ষক এবং বহিরাগতদের বিরুদ্ধে। বোর্ডের দুই সদস্য-সহ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সদস্য যাঁরা চেয়ারম্যানের সঙ্গে আলোচনারত ছিলেন তাঁদের তরফে রঞ্জনবাবুদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। পাল্টা অভিযোগ তুলেছেন রঞ্জনবাবুরাও। খবর পেয়ে পুলিশ যায়। চেয়ারম্যান সমর চক্রবর্তীর তরফে পুলিশকে জানানো হয়েছে, গোলমালে অফিসে আইনশৃঙ্খলার অবনতি হয়।
|
শিলিগুড়ি মহকুমা পরিষদের সমস্ত কর্মী-আধিকারিদের নিয়ে বৈঠক করে নতুন উদ্যোগে কাজ শুরু করতে সচেষ্ট হলেন নতুন সভাধিপতি জ্যোতি তিরকি। বুধবার তিনি দফতরে সমস্ত কর্মী আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। তিনি বলেন, “কারও নাম করছি না। কিন্তু দফতরের একাংশ কর্মী-আধিকারিকের জন্য বিভিন্ন প্রকল্পের কাজ ব্যহত হচ্ছিল। এ দিন বৈঠকে তাই এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।”
পুরনো খবর: জ্যোতি তিরকিকে সাময়িক বরখাস্ত করল সিপিএম |