টুকরো খবর
স্বরূপনগরে দু’টি বাড়িতে ডাকাতি
রিভলভার উঁচিয়ে এক শিক্ষক-সহ দুজনের বাড়িতে অলঙ্কার এবং নগদ টাকা লুঠপাট চালিয়ে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে স্বরূপনগর থানার গোবিন্দপুর পঞ্চায়েতের দত্তপাড়ায়। পুলিশের কাছে করা অভিযোগে কল্যাণ মণ্ডল এবং কুরবান মওলানা জানিয়েছেন, তাঁদের বাড়ি থেকে দুষ্কৃতীরা ৫-৬ ভরি অলঙ্কার এবং নগদ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করলেও পুলিশ এখনও দুষ্কৃতীদের গ্রেফতার বা লুঠ হওয়া জিনিস উদ্ধার করতে পারেনি।

ট্রেনের মধ্যেই শ্বশুরকে খুনের চেষ্টা জামাইয়ের
স্টেশনে ঢোকার আগে ট্রেনের গতি কমে এসেছে। আচমকা এক ব্যক্তি চপার হাতে নিয়ে প্রৌঢ়ের উপর ঝাঁপিয়ে পড়ল। চলল দু’জনে ধস্তাধস্তি। ক্রমাগত চপারের আঘাত আটাকানোর চেষ্টা করছেন প্রৌঢ়। কামার অন্য যাত্রীরা ভয়ে এক পাশে সরে গিয়েছেন। ট্রেনের গতি আরও কিছুটা কমলে লাফ মেরে ট্রেন থেকে নেমে পালানোর চেষ্টা করল আক্রমণকারী। তবে শেষ রক্ষা হল না। যাত্রীদের চিৎকারে তাকে ধরে ফেললেন প্ল্যাটফরমে থাকা মানুষজন। তুলে দেওয়া হয় জিআরপি-র হাতে। অচৈতন্য অবস্থায় জখম প্রৌঢ়কে একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে। তদন্তকারীরা অফিসাররা জানান, চলন্ত ট্রেনে জামাইয়ের চপারের আঘাতে জখম হন শ্বশুর তালেক মোল্লা। শিয়ালদহ দক্ষিণ শাখার দক্ষিণ বারাসত স্টেশনে বুধবার দুপুরের ঘটনা। রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল দক্ষিণ বারাসত স্টেশনে ঢোকার আগে জামাই নুর মহম্মদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তালেক। ধৃতকে জেরা করে তদন্তকারীরা জানান, সম্পত্তি নিয়ে তালেকের সঙ্গে জামাই নুরের কয়েক মাস ধরে বিবাদ চলছিল। সেই আক্রোশেই শ্বশুরকে চপার দিয়ে খুন করার চেষ্টা করে সে।

স্বামীকে খুনের অভিযোগে ধৃত স্ত্রী
স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন স্ত্রী। মঙ্গলবার রাতে গাইঘাটা থানার মণ্ডলপাড়ার ঘটনা। ধৃতের নাম নীলিমা বিশ্বাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ অক্টোবর ঘটনার সূত্রপাত। নীলিমা দেবীর স্বামী রুইদাস বিশ্বাস (৫০) আরজিকর হাসপাতালে ঘাড়ে আঘাত নিয়ে ভর্তি হন। সে দিনই মৃত্যু হয় তাঁর। পরে ২৯ তারিখ রুইদাসবাবুর বাবা অনুকূলবাবু নীলিমাদেবীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, নীলিমাদেবী জেরাতে খুনের কথা স্বীকার করেছেন। স্বামীর মদ খাওয়া নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা ছিল।

বজবজের চটকলে আইএনটিটিইউসি
বজবজের চেভিয়েট জুটমিলের শ্রমিক ইউনিয়ন দখল করল আইএনটিটিইউসি। গত সোমবার শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ছ’টি পদের সবক’টিতেই জিতেছে আইএনটিটিইউসি নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন ন্যাশনাল ফেডারেশন অফ জুট ওয়ার্কার্স(এনএফজেডব্লিউ)। দীর্ঘদিন বামপন্থী শ্রমিক ইউনিয়নের দখলে থাকা এই চটকলটি গত দু’তিন বছর কংগ্রেস প্রভাবিত আইএনটিইউসির হাতে ছিল। এ বার ওই চটকলেত সিটু-আইএনটিইউসির পাশাপাশি আইএনটিটিইউসি-রই রাজ্য সভানেত্রী দোলা সেনের নেতৃত্বাধীন অন্য একটি সংগঠনকেও হারিয়েছে শোভনদেবের এনএফজেডব্লিউ। চটকলে নিজের সংগঠনের জয়ে শোভনদেবের বক্তব্য, “আমাদের ইউনিয়নকে শ্রমিকরা গ্রহণ করেছে বলে জিতেছি।”

নয়া জলপ্রকল্প
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর মহকুমার ভাটপাড়ায় নতুন জল প্রকল্পের উদ্বোধন করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার জগদ্দলের বি আর অম্বেডকর পার্কে প্রকল্পের উদ্বোধন করে মন্ত্রী বলেন, “হুগলি নদী থেকে জল তুলে তা পরিশোধন করে ভাটপাড়ার ৩৫টি ওয়ার্ডের বাসিন্দাদের সরবরাহ করা হবে।”






First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.