প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে ক্লাস বয়কট করে স্কুলে বিক্ষোভ দেখাল ছাত্রীরা। বুধবার ঘটনাটি ঘটেছে চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয়ে।
পুলিশ ও স্কুল সূত্রে জানা গিয়েছে, লালবাগান স্কুলের প্রধান শিক্ষিকা স্নিগ্ধা চক্রবর্তীর বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ তুলেছেন স্কুলের অন্যান্য শিক্ষিকারাও। তাঁদের অভিযোগ, প্রধান শিক্ষিকা স্কুলের মিড-ডে মিলের টাকা নয়-ছয় করছেন শুধু নয়, তাঁর জন্য তপসিলি ছাত্র-ছাত্রীরাও বৃত্তির টাকা পাচ্ছে না। নতুন শিক্ষিকা নিয়োগের ব্যাপারেও উদাসীন তিনি। গত ফেব্রুয়ারি মাস থেকেই প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষিকাদের মধ্যে দ্বন্দ্বে স্কুলে অচলাবস্থা তৈরি হয়। স্কুল পরিচালন সমিতির বৈঠক ডেকে প্রধান শিক্ষিকাকে গত ১৪ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সাসপেন্ডও করা হয়। বুধবার সাসপেনশন উঠে যাওয়ার পর স্নিগ্ধাদেবী পুনরায় স্কুলে যোগ দিলে তা মেনে পারেনি স্কুলের ছাত্রছাত্রীরা।
যদিও তাঁর বিরুদ্ধে শিক্ষিকাদের অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষিকা স্নিগ্ধা চক্রবর্তী বলেন, “১৯৮১ সাল থেকে এই স্কুলে আছি। শিক্ষিকারা আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ছাত্রীদের এগিয়ে দিয়ে স্কুলে অচলাবস্থা তৈরি করছেন।”
স্কুল পরিচালন কমিটির সভাপতি শ্যামল মুখোপাধ্যায় বলেন, “অবিলম্বে পরিচালন সমিতির বৈঠক ডেকে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।” |