কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সমবায় দফতর ঘেরাও করলেন সদস্যরা। বুধবার গোঘাটের কোকন্দ গ্রামে তিলাড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতির অফিসের সামনে সকাল ১০টা থেকে ঘেরাও করেন প্রায় ১৫০ জন সদস্য। শেষপর্যন্ত পুলিশের হস্তক্ষেপে ঘেরাও ওঠে দুপুর ২টো নাগাদ। পরে সিদ্ধান্ত হয় সাধারণ সভা ডেকে যাবতীয় কৈফিয়ত দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবে পরিচালন কমিটি।
কৃষি উন্নয়ন সমিতি সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালের মার্চ মাস নাগাদ রাজ্য সরকার ঘোষণা করে, কিষান ক্রেডিট কার্ড করিয়েছেন এমন চাষি কৃষি সরঞ্জাম কেনার জন্য ১০ হাজার টাকা অনুদান পাবেন। তিলাড়ি সমবায়ে মাত্র ৭ জন ওই সুযোগ পেয়েছেন। সমবায়ের সদস্য সংখ্যা ১৩০০। সদস্যদের পক্ষে বিকাশ চানকের অভিযোগ, সমবায়ের সব সদস্যের কিষান ক্রেডিট কার্ড থাকা সত্ত্বেও সমবায় কর্তৃপক্ষ বিষয়টি কোনও সদস্যকে না জানিয়ে নিজেদের আত্মীয়দের সুযোগ করে দিয়েছেন। তারই প্রতিবাদে এ দিন ঘেরাও করা হয়েছে।
কৃষি সমবায় সমিতির পরিচালন কমিটির সম্পাদক তারাপদ ধাড়া বলেন, “সবাই জানতে পারেননি এটা ঠিক। তবে এটা ধারাবাহিক প্রক্রিয়া। একেবারে শেষের দিকে আমরা খবর পাই। তড়িঘড়ি যাঁদের পাওয়া গেছে তাঁদেরই বলা হয়েছে। কৃষকদের জন্য এই সুযোগ বন্ধ হচ্ছে না।” |