টুকরো খবর
জল নামানোর দাবিতে অনশন লিলুয়ায়
জমা জলে চলছে অনশন। বুধবার, লিলুয়ায়। —নিজস্ব চিত্র।
কয়েক মাস ধরে এলাকায় জমে রয়েছে বৃষ্টির জল। প্রশাসনকে বারবার জানিয়েও ফল হয়নি। শেষে প্রতিবাদ জানিয়ে কয়েক জন বাসিন্দা জমা জলের উপরেই অনশনে বসলেন। ঘটনাটি বালি পুসভার লিলুয়ার। স্থানীয় সূত্রের খবর, কয়েক মাস ধরেই ৩১ থেকে ৩৫ নম্বর ওয়ার্ডের মীরপাড়া, অরবিন্দ রোড, রবীন্দ্র সরণি, চকপাড়া, পঞ্চাননতলা, দাসপাড়া-সহ বিভিন্ন এলাকায় জল জমে আছে। গত কয়েক দিনের বৃষ্টিতে সেই জল আরও বেড়ে বাড়িতে ঢুকেছে। বৃষ্টি কমলেও জল নামেনি। ওই এলাকার কারখানার বর্জ্যও জমা জলে মিশেছে। নোংরা জল ঠেলেই চলাফেরা করছেন স্থানীয়েরা। অভিযোগ, দীর্ঘ দিন জল জমায় রাস্তা ভেঙেছে। পুজোর আগে ইট ফেলা হলেও ফের বৃষ্টিতে তা উঠে খন্দ তৈরি হয়েছে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বন্ধ অটো, রিকশা। এর প্রতিবাদেই মঙ্গলবার থেকে পাঁচ বাসিন্দা জমা জলের উপরে খাটিয়া পেতে অনশন শুরু করেন। সেখানে আসেন বালি পুর-চেয়ারম্যান অরুণাভ লাহিড়ী-সহ আধিকারিকেরা। বুধবার অনশনকারী সুজিত দাস বলেন, “জল না কমলে অনশন তুলব না।” অরুণাভবাবুর যুক্তি, “পঞ্চায়েত এলাকার নিকাশি সমস্যার জন্যই পুর-এলাকার এই হাল।”

বাগনানে ফুটবল
সম্প্রতি নক-আউট ফুটবল হয়ে গেল বাগনানে। আজাদ স্পোর্টিং ক্নাবের উদ্যোগে বাগনানে বরুন্দা ফুটবল মাঠে এই প্রতিযোগিতায় যোগ দেয় হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও বীরভূমের ১৬টি দল। উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার সাংসদ সুলতান আহমেদ, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি করবী ধুল, সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্য প্রমুখ। ফাইনালে মেদিনীপুর মাতঙ্গিনী স্পোর্টিং ক্লাব, বীরভূম শীতলপুর মহমেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়ী হয়। খেলার ফল টাইব্রেকারেও ড্র থাকায় টসে হারজিতের মীমাংসা হয়। ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ হন বিজয়ী দলের পলাশ দাস, অনুপ বেরা।

বিজয়া সম্মিলনী
সম্প্রতি পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সঙ্ঘের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান হয়ে গেল উলুবেড়িয়ার বীরশিবপুরে। পুঁথি পত্রিকা ভবনে এই অনুষ্ঠানে হাজির ছিলেন সঙ্ঘের সম্পাদক তপন সেন, সাহিত্যিক অম্লান সাঁতরা, শ্যামল মিত্র, আমিরুল ইসলাম চৌধুরী, সন্দীপ কপাট প্রমুখ। অনুষ্ঠানে ছিল বাউল সঙ্গীত, ভাওয়াইয়া, বাউল গান, স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্য আলোচনা। গ্রামীণ পুঁথি পত্রিকার ৩২ তম বার্ষিকী সংখ্যা প্রকাশ করেন সাহিত্যিক সৌরেন্দুশেখর বিশ্বাস।

স্মরণিকা প্রকাশ
সম্প্রতি সাহিত্য সভা ও স্মরণিকা প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল বাগনানে। ‘সমসংহতি’ পত্রিকার উদ্যোগে গীতাঞ্জলি ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক অম্লান সাঁতরা, সৌরেন্দুশেখর বিশ্বাস প্রমুখ। ছিল সাহিত্য পাঠের আসর ও আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তির আসর।

গ্রন্থ প্রকাশ
সম্প্রতি গ্রন্থ প্রকাশ ও সংবর্ধনা সভা আয়োজিত হল উদয়নারায়ণপুরে। উদয়নারায়ণপুরের গড়ভবানীপুরে ‘সায়ন্তন’ পত্রিকার উদ্যোগে রামপ্রসন্ন বিদ্যানিকেতনের সভাগৃহে এই অনুষ্ঠানে সাহিত্যিক অম্লান সাঁতরাকে ‘সায়ন্তন সম্মাননা’ পুরস্কার প্রদান করা হয়। প্রকাশিত হয় চন্দ্রাদিত্য দত্তের সম্পাদনায় ‘কবিতা সংকলন’ গ্রন্থটি।

রবীন্দ্র-স্মরণ
রবীন্দ্রনাথের স্মরণে অনুষ্ঠান হয়ে গেল উলুবেড়িয়ায়। মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এবং ‘প্রয়াস’-এর ব্যবস্থাপনায় স্থানীয় কৈজুড়ি বোর্ড প্রাথমিক বিদ্যালয় ভবনে এই অনুষ্ঠানে ছিল রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, আবৃত্তি, কবিতা পাঠ।

বোমা উদ্ধার
৬টি বোমা উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে আরামবাগের পৈসারা বাজারের ঘটনা। স্থানীয় ব্যবসায়ীরা বাজারের মধ্যেই দীর্ঘক্ষণ একটি ব্যাগ একই জায়গায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে। কী ভাবে বোমাগুলি সেখানে এল, কারা তা কী উদ্দেশ্যে রেখেছিল, জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

চোলাই সহ ধৃত ২
কালীপুজোর আগে চোলাই উদ্ধারে অভিযান শুরু করল গোঘাট থানার পুলিশ। বুধবার ভোরে অভিযান চালিয়ে স্থানীয় বলরামপুর এবং দমদমা গ্রাম থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম বৈদ্যনাথ সরেন ও কার্তিক মণ্ডল। বৈদ্যনাথের বাড়ি দমদমা ও কার্তিকের বাড়ি বলরামপুরে। তাদের কাছে উদ্ধার হয়েছে প্রায় হাজার লিটার চোলাই।






First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.