ওকোলি ওডাফা, এরিক মোরান্ডা চোটের জন্য খেলতে পারছেন না। এ বার ডেম্পো ম্যাচের ৪৮ ঘণ্টা আগে অসুস্থ হয়ে অনিশ্চিত হয়ে পড়লেন আর এক বিদেশি কাতসুমিও। পেটের গণ্ডগোলের জন্য বুধবার হাসপাতালে ভর্তি করে স্যালাইন দিতে হল জাপানের মিডিওকে।
মুম্বইএফসি ম্যাচে পাওয়া যায়নি এরিককে। বুধবার শুধু জগিং আর স্ট্রেচিং করেছেন নাইজিরিয়ান স্ট্রাইকার। এই পরিস্থিতিতে মঙ্গলবার বেশি রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কাতসুমি। পেটের গণ্ডগোল এতটাই বাড়াবাড়ি হয় যে বুধবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। যদিও স্যালাইন দেওয়ার পর এ দিন রাতে ছেড়ে দেওয়া হয়েছে কাতসুমিকে। গোয়ায় ফোনে যোগাযোগ করা হলে করিম বললেন, “এরিক আজও প্র্যাকটিস করতে পারেনি। কাতসুমির শরীরের যা অবস্থা তাতে আদৌ ডেম্পো ম্যাচ খেলতে পারবে কি না সন্দেহ। বৃহস্পতিবার দেখে সিদ্ধান্ত নেব।” তবে ক্লাবসূত্রের খবর, দুই বিদেশিকেই খেলানোর চেষ্টা চলছে। এ দিকে শনিবার সুভাষ ভৌমিকের দলের বিরুদ্ধে খেলতে নামার আগে এ দিন সিরিয়ার হাসানকে সই করাল ইউনাইটেড। সন্তোষ ট্রফির বাংলার অনুশীলন শুরু হচ্ছে ৫ নভেম্বর। সন্তোষে অসমের কোচ হলেন প্রশান্ত চক্রবর্তী।
|