টুকরো খবর
শিল্ড হবে ফেড কাপের পরেই
জোট যত কড়া মনোভাবই দেখাক সুব্রত পাল, নির্মল ছেত্রী, সঞ্জু প্রধান, গৌরমাঙ্গী সিংহ-দের ক্লাবে খেলা নিয়ে কোনও সমস্যা হবে না। অন্তত সে রকমই মনে করছেন ফেডারেশন সচিব কুশল দাশ। বুধবার দিল্লি থেকে ফোনে তিনি বলে দিলেন, “ক্লাবেদের সঙ্গে ওদের কথাবার্তা চলছে। আমার ধারণা, খুব তাড়াতাড়িই সমস্যা মিটে যাবে এবং ওরা খেলবে।” ফেডারেশন কাপের পরই এ বার হবে আইএফএ শিল্ড। ফেডারেশন যা সময় দিয়েছে তাতে সামনের বছর ১৩ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি হবে শিল্ড। এ দিন ক্লাব জোটের সঙ্গে সূচি নিয়ে আলোচনায় বসেছিলেন আই লিগের সিইও সুনন্দ ধর। সেখানে সিদ্ধান্ত হয়, লোকসভা ভোটের কথা মাথায় রেখে ২০ এপ্রিলের মধ্যে লিগ শেষ করা হবে। আইএমজিআরের লিগ নয় মাস পিছিয়ে যাওয়ায় সূচির বদল হচ্ছে। আই লিগের প্রথম ডার্বি হবে ২৪ নভেম্বর। দ্বিতীয় ডার্বির তারিখ বদল হচ্ছে। তা হবে সম্ভবত ১২ মার্চ। ১০ নভেম্বরের ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচও হচ্ছে না। কারণ আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচের জন্য শিবির শুরু হয়ে যাবে ৯ নভেম্বর থেকে। এ দিনের সভায় মহমেডানের কোনও প্রতিনিধি অবশ্য হাজির ছিলেন না। এ দিকে তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনার জন্য অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হল ফেডারেশন।

বার্সা শীর্ষেই
নেইমার, জাভি, ইনিয়েস্তা, মাসচেরানোকে বিশ্রাম দিয়েছিলেন জেরার্ডো মার্টিনো। বাইশ দিনের মধ্যে সাতটা ম্যাচ খেলায় বার্সা কোচের কোনও উপায় ছিল না। তাতেও সেল্টা ভিগোর বিরুদ্ধে বার্সেলোনার জয় আটকাল না। ৩-০ গোলে ম্যাচ জিতে লা লিগার পয়েন্ট তালিকায় দাপট বজায় রাখল কাতালান ক্লাব। এ মরসুমে ১১ ম্যাচে বার্সার ১০ নম্বর জয়ের উৎসবে যদিও লিওনেল মেসি গোল পাননি। এই নিয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন না আর্জেন্তিনীয় মহাতারকা। লা লিগায় যা গত দু’বছরে দেখা যায়নি। শনিবার এল ক্লাসিকোয় টিমের জয়ের অন্যতম নায়ক আলেক্সি সাঞ্চেজ ৯ মিনিটে বার্সাকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের তিন মিনিটে ফাব্রেগাসের দুরন্ত শট বার থেকে সেল্টার গোলকিপারের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। বার্সার তৃতীয় গোলের নায়কও ফাব্রেগাস। মেসির পাস থেকে গোলার মতো শটে টিমের জয় নিশ্চিত করেন স্প্যানিশ তারকা। এ দিকে, ক্যাপিটাল ওয়ান কাপে মঙ্গলবার জয় পেল চেলসি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও। ২-০ গোলে হোসে মোরিনহোর টিম হারাল আর্সেনালকে। আর ম্যান ইউ ৪-০ হারায় নরউইচ সিটিকে। জোড়া গোল করে ম্যান ইউয়ের জয়ের নায়ক জেভিয়ার হার্নান্দেজ।

ওয়ান ডে দিয়ে শুরু
মহেন্দ্র সিংহ ধোনিদের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হবে তিনটি ওয়ান ডে দিয়ে। জোহানেসবার্গে প্রথম ওয়ান ডে ৫ ডিসেম্বর। প্রথম টেস্টও জো’বার্গেই (১৮-২২ ডিসেম্বর)। দ্বিতীয় টেস্ট ডারবানে (২৬-৩০ ডিসেম্বর)। ভারতীয় বোর্ড এ দিন বিবৃতিতে জানিয়েছে সফরে ভারতের দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচও শুরু হবে ১৪ ডিসেম্বর। ধোনিরা দক্ষিণ আফ্রিকা পৌঁছবেন ২ ডিসেম্বর। এর আগে এই সিরিজ নিয়ে বিতর্ক কম হয়নি। ভারতীয় বোর্ডকে না জানিয়েই সিএসএ সফরের সূচি প্রকাশ করে দেওয়া নিয়ে যার সূত্রপাত। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা বোর্ড সিইও হারুন লর্গ্যাটকে ভারতীয় বোর্ড সংক্রান্ত বিষয় থেকে সরিয়ে দেওয়ার পর সফর হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়।

সোমদেব, সাকেত এগোলেন
যুক্তরাষ্ট্রে এটিপি চ্যালেঞ্জারে চমক সাকেত মিনেনির। জাতীয় গ্রাসকোর্ট চ্যাম্পিয়ন সাকেত টুর্নামেন্টের বিশ্বের ৮৩ নম্বর ও শীর্ষবাছাই টিম স্মাইজেককে ৬-৪, ৪-৬, ৭-৫ হারান। সাকেতের বিশ্ব র্যাঙ্কিং ৩১৩। দ্বিতীয় বাছাই সোমদেব দেববর্মনকে অবশ্য হাড্ডাহাড্ডি লড়তে হল প্রথম রাউন্ডে। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সোমদেব ৩-৬, ৬-৩, ৬-৪ হারান স্যামুয়েল গ্রোথকে। সনম সিংহের সঙ্গে জুড়ি বেঁধে একই টুর্নামেন্টের ডাবলসে প্রথম রাউন্ডে সোমদেব মাইকেল ফ্রাঙ্ক ও ম্যাক স্টাইসলিংগারের মুখোমুখি।

ইতিহাসের সামনে সৌরভ
প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টারে উঠে গত বারই নজির গড়েছিলেন। এ বারও জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়ন সৌরভ ঘোষাল বিশ্বের ১৫ নম্বর অ্যালিস্টার ওয়াকারকে হারিয়ে শেষ ষোলোয় উঠেছেন। আর এক ধাপ পেরলেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টারে ওঠার কৃতিত্ব গড়বেন। যা এর আগে কোনও ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় করে দেখাতে পারেননি। সৌরভ বলে দেন, “নিজের জন্যই শুধু নয়, দেশের জন্য কৃতিত্ব গড়তে চাই। তাতে যদি দেশে স্কোয়াশের জনপ্রিয়তা আরও বাড়ে দারুণ খুশি হব। হয়তো এক দিন বিশ্ব চ্যাম্পিয়নশিপের মূল পর্বেও ১৫ জন ভারতীয় খেলোয়াড়কে দেখা যাবে।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.