|
|
|
|
অনুন্নয়ন থেকে মুজফ্ফরনগর, মুলায়মদের তোপ রাহুলের
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
বামেদের মঞ্চে দাঁড়িয়ে মূল্যবৃদ্ধির প্রশ্নে আজ যখন কংগ্রেসের বিরুদ্ধে সরব হলেন মুলায়ম সিংহ, তখন উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির মুণ্ডপাত করতে নামলেন রাহুল গাঁধী। হিন্দি বলয়ের সব চেয়ে বড় রাজ্যে এসে অনুন্নয়নের প্রশ্নে তো বটেই, এমনকী মুজফ্ফরনগরের সংঘর্ষ নিয়েও বিজেপির পাশাপাশি সপা-র দিকেও ঘুরিয়ে আঙুল তুললেন তিনি। বস্তুত, আজই মুজফ্ফরনগরে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে অন্তত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
বুন্দেলখণ্ড এলাকার হামিরপুরে আজ সকালে প্রথম জনসভাটি করেন রাহুল। পরেরটি করেন সালিমপুরে। এই দুই সভা থেকেই আজ মূলত মুলায়মের দল তথা অখিলেশ প্রশাসনকেই নিশানা করেন তিনি। অভিযাগ করেন, বুন্দেলখণ্ডের জন্য কেন্দ্রে কাছ থেকে তিন হাজার কোটি টাকার প্যাকেজ তিনি আদায় করে এনেছেন। অথচ সেই টাকা দিয়ে এত দিনেও কোনও উন্নয়নের কাজ হয়নি। এমনকী সংসদে খাদ্য সুরক্ষা আইন পাশ হলেও উত্তরপ্রদেশে সেই প্রকল্প চালু হয়নি। রাহুলের কটাক্ষ, “এ রাজ্যের সরকার বলছে, ভোটের পর খাদ্য সুরক্ষা প্রকল্প রূপায়ণ করবে। কিন্তু তত দিন কি খিদে থাকবে না উত্তরপ্রদেশের মানুষের? নাকি তাঁরা অভুক্ত থাকবেন?”
এর পরেই রাহুল তোলেন মুজফ্ফরনগর প্রসঙ্গ। কংগ্রেসের নিচু স্তরের নেতাদের একাংশ আগেই মুজফ্ফরনগরের ঘটনায় বিজেপি-র পাশাপাশি সপা-কেও দায়ী করেন। তাঁদের দাবি ছিল, বিজেপি ও সপা হাত মিলিয়েছে। কারণ, ধর্মীয় মেরুকরণের রাজনীতি থেকে ফায়দা লোটার আশায় রয়েছে দু’দলই। কিন্তু ঘটনা হল, কংগ্রেসও সংখ্যালঘু ভোট এবং উদারপন্থী হিন্দু ভোট টানতে সক্রিয়। ভোটারদের তারা বোঝাতে চায় যে, নরেন্দ্র মোদীকে ঠেকাতে হলে আঞ্চলিক দলগুলির বদলে কংগ্রেসের মতো বড় সর্বভারতীয় দলকেই ভোট দিতে হবে। দিন কয়েক আগে রাহুল মুজফ্ফরনগরে আইএসআই-যোগের অভিযোগ তোলায় বিতর্ক হয়েছিল যথেষ্ট। আর আজ নাম না-করে, কৌশলে অখিলেশের দলকে বিঁধে তিনি বলেন, “মুজফ্ফরনগরে গিয়েছিলাম। সেখানকার মানুষেরা জানিয়েছেন, তাঁরা মিলেমিশেই ছিলেন। কিন্তু রাজনৈতিক নেতারা নিজের নিজের স্বার্থের জন্য ঘৃণার আগুন ছড়াচ্ছে। কংগ্রেস উত্তরপ্রদেশে সম্প্রীতির পরিবেশই বজায় রাখতে চায়।”
কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, মুলায়ম ইউপিএ সরকারকে বাইরে থেকে সমর্থন জোগাচ্ছেন ঠিকই, কিন্তু উত্তরপ্রদেশের রাজনীতিতে দুর্গ ধরে রাখতে গেলে কংগ্রেসকে মুলায়মের বিরোধিতা করতেই হবে। সেটাই করছেন রাহুল। আবার কারও কারও মতে, উত্তরপ্রদেশে এ বার মায়াবতীর বহুজন সমাজ পার্টি ভাল ফল করতে পারে। মুলায়মের বিরোধিতা করে মায়ার সঙ্গেও আস্থার সম্পর্ক বাড়াতে চাইছে কংগ্রেস। |
|
|
|
|
|