পুজো উদ্বোধনের আড়ালে মমতার রাজনৈতিক বার্তাও
নিজস্ব সংবাদদাতা |
মহালয়ার পরদিন থেকেই দুর্গাপুজোর উদ্বোধন শুরু করেছিলেন। এ বার কালীপুজোর তিন দিন আগে থাকতেই উদ্বোধনে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মধ্য কলকাতায় দলীয় নেতা সঞ্জয় বক্সী-স্মিতা বক্সীর পুজো থেকে উদ্বোধন-যাত্রা শুরু করেন তিনি। শেষ করেন জানবাজারে, দলীয় বিধায়ক স্বর্ণকমল সাহার পুজোয়।
ঘটনাচক্রে এ বছর শুক্রবার, ১ নভেম্বরের আগে কালীপুজোর উদ্বোধন না করতে নির্দেশ দিয়েছিল পুলিশ। তবে এ দিন অবশ্য লালবাজারের কর্তারা জানিয়েছেন, উদ্বোধন নিয়ে কোনও রকম নির্দেশ দেওয়া হয়নি। অনুরোধ করা হয়েছিল। |
|
আমহার্স্ট স্ট্রিটে বিধায়ক তাপস রায়ের পুজোর সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। |
এ দিন উদ্বোধনে অবশ্য মমতার তাৎপর্যপূর্ণ উপস্থিতি ছিল আমহার্স্ট স্ট্রিটে দলীয় নেতা তাপস রায়ের পুজোয়। সেখানে তিনি পৌনে এক ঘণ্টারও বেশি সময় ছিলেন। মঞ্চে নিজে তো গান গেয়েছেনই, দলীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার ডেপুটি স্পিকার সোনালি গুহকেও গান গাইয়েছেন মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, আমহার্স্ট স্ট্রিটে তাপসবাবু দীর্ঘদিন ধরে পুজো করলেও ওই এলাকায় কালীপুজোর দাপট ছিল তৃণমূলের বর্তমান সাংসদ সোমেন মিত্রের। কিন্তু সাম্প্রতিক কালে সোমেনবাবুর সঙ্গে মুখ্যমন্ত্রী ও দলের একটা দূরত্ব তৈরি হয়েছে। তা নিয়ে বিভিন্ন স্তরে জলঘোলাও হয়েছে। এ দিন তাপসবাবুর পুজোয় দীর্ঘক্ষণ উপস্থিত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সোমেনবাবুকে একটা বার্তা দিয়েছেন বলেই অনেকে মনে করছেন।
শুরু করেছিলেন সঞ্জয় বক্সীর পুজোয়। সেখান থেকে তাপসবাবুর পুজো হয়ে জানবাজারে দলীয় বিধায়ক স্বর্ণকমল সাহার পুজোয় এসে এ দিনের যাত্রা শেষ করেন মমতা। পুলিশের একটি সূত্রের খবর, মধ্য কলকাতার তিন পুজোয় মুখ্যমন্ত্রীর উপস্থিতির কারণে ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা আগে থেকেই ছিল। কিন্তু আমহার্স্ট স্ট্রিটের পুজোয় মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ থাকায় সেই পরিকল্পনায় কিছু বদল আনতে হয়। ফলে যানবাহনের গতি রুদ্ধ হয়ে পড়ে। তবে সমস্যা তেমন বড় আকার ধারণ করেনি বলেই পুলিশকর্তাদের দাবি। |
|
আমহার্স্ট স্ট্রিটে যুবশ্রী কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার। |
দুর্গাপুজোর উদ্বোধনের দৌড়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যপাল এম কে নারায়ণনও। তবে কালীপুজোয় তিনি নেই। ইতিমধ্যেই চলে গিয়েছেন দার্জিলিঙে। কালীপুজোর উদ্বোধনের ময়দানে রয়েছেন অনিল কপূর থেকে প্রসেনজিতের মতো তারকারা। বুধবার কাঁকুড়গাছিতে বিধায়ক পরেশ পালের পুজোর উদ্বোধন করেন অনিল। আজ, বৃহস্পতিবার মধ্য কলকাতায় ‘ফাটাকেষ্ট’র পুজোর উদ্বোধনে থাকার কথা প্রসেনজিতের।
|
ছবি: বিশ্বনাথ বণিক। |
|