ডিজেলের দাম লিটারে ৫ টাকা
বাড়ানোর সুপারিশ পারিখ কমিটির
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
প্রত্যাশা মতোই অবিলম্বে ডিজেলের দাম লিটার পিছু ৫ টাকা বাড়ানোর সুপারিশ করল কিরীট পারিখ কমিটি। বুধবার পেট্রোপণ্যের দর নিয়ে তার রিপোর্ট পেশ করেছে ওই বিশেষজ্ঞ কমিটি। ডিজেলের পাশাপাশি, কেরোসিন লিটারে ৪ টাকা এবং রান্নার গ্যাসের দাম সিলিন্ডার (১৪.২ কেজি) পিছু ২৫০ টাকা বাড়ানোর প্রস্তাব রেখেছে তারা। যা কার্যকর হলে চলতি অর্থবর্ষে পেট্রোপণ্য খাতে ভর্তুকি ৭২ হাজার কোটি টাকা কমানো যাবে। এখন লিটারে ডিজেল, কেরোসিন এবং রান্নার গ্যাস সিলিন্ডারে যথাক্রমে ১০.৫২ টাকা, ৩৮.৩২ টাকা এবং ৫৩২.৮৬ টাকা ভর্তুকি দেয় কেন্দ্র।
ডিজেলে সংস্থাগুলিকে দেওয়া ভর্তুকিও লিটারে সর্বোচ্চ ৬ টাকায় বেঁধে দেওয়ার প্রস্তাব করেছে যোজনা কমিশনের প্রাক্তন সদস্য পারিখের নেতৃত্বাধীন ওই কমিটি। বছরে ভর্তুকিতে দেওয়া সিলিন্ডারের সংখ্যা ৯ থেকে কমিয়ে ৬টি করতে বলেছে তারা। এ দিকে কমিটি সুপারিশ জানালেও, তা কতটা কার্যকর করা সম্ভব হবে, সে নিয়ে প্রশ্ন রয়েছে সব মহলেই। কারণ নভেম্বরেই দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্য বিধানসভা ভোট। আর আগামী বছরেই লোকসভা নির্বাচন। তেলমন্ত্রী বীরপ্পা মইলিও জানান, এখনই রিপোর্ট নিয়ে কোনও মন্তব্য করা সম্ভব নয়।
|
চড়া সুদের জমানা বদলাবে, আশা রাজনের মন্তব্যে
সংবাদ সংস্থা • মুম্বই |
ঋণনীতির পর্যালোচনার পর দিনই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন আশ্বাসের ঢঙে বললেন, “অনেক হয়েছে। আমরা নিছক সুদ বাড়ানোর চিন্তা এই মুহূর্তে মাথায় রাখছি না। অর্থনীতি সম্পর্কে আমাদের যা ধারণা রয়েছে, তাতে এখন অপেক্ষা করতে হবে এবং নজর রাখতে হবে অবস্থা কোন দিকে গড়ায়, তার উপর।” বিশেষজ্ঞদের সভায় রাজনের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে, তবে কি এ বার সুদ বাড়ানোর জমানায় ইতি টানবে শীর্ষ ব্যাঙ্ক। প্রসঙ্গত, মঙ্গলবার ঋণনীতি পেশ করার পরেও রাজন একই সুরে বলেছিলেন, “কেউ যেন ধরে না-নেন, সুদ বাড়তেই থাকবে। আমাদের পদক্ষেপ কতটা ফল দেয়, তা জানাবে পরিসংখ্যানই। তার ভিত্তিতেই হবে ভবিষ্যৎ সিদ্ধান্ত।” রাজন বলেন, তেল সংস্থাগুলি বাজারের দামে বৈদেশিক মুদ্রা কিনতে পারলে বোঝা যাবে, ডলারে টাকার দরে স্থিতি ফিরেছে। এখন বিশেষ হারে তারা ডলার কেনে, যা ভবিষ্যতে তুলে নেওয়া হবে। আবার বাজারে ঋণে সুদের হার রেপো রেটে নেমে এলে মূল্যবৃদ্ধি কমার ইঙ্গিত মিলবে।
পুরনো খবর: সুদ বাড়ানোর পথেই রাজন
|
রেকর্ড জরিমানায় মার্কিন ভিসা বিতর্ক মেটাল ইনফোসিস
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
অবশেষে ৩ কোটি ৪০ লক্ষ ডলার জরিমানা গুনে মার্কিন মুলুকে ভিসা বিতর্ক মেটাল ইনফোসিস। কোনও ভারতীয় তথ্যপ্রযুক্তি পরিষেবা রফতানিকারী সংস্থার ক্ষেত্রে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। সংস্থার বিরুদ্ধে ২০১১-এ এ নিয়ে তদন্ত শুরু করেছিল মার্কিন প্রশাসন। অভিযোগ, আমেরিকায় কাজ করার জন্য কর্মীদের বি-ওয়ান ভিজিটর ভিসায় পাঠিয়েছিল তারা। যা ব্যবহার করার কথা সেখানে অল্প সময় থাকার জন্য। লম্বা সময় কাজ করার জন্য কর্মী পাঠাতে বরং দরকার এইচ ওয়ান-বি ভিসা। কিন্তু তা ব্যবহার করেনি ইনফোসিস। সমস্যা মেটার পর ইনফোসিসের অবশ্য দাবি, এটা ভিসা ও তার কাগজপত্র (আই-৯) ভর্তি করারই ভুল।
|
দিঘায় বাঁশের কটেজ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
সৈকত শহর দিঘায় বাঁশের কটেজ বানাবে রাজ্য পযর্টন দফতর। মঙ্গলবার মহাকরণে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় দিঘার উদয়পুরে তৈরি হবে এই অতিথি নিবাস।
|
কেজি-ডি৬ গ্যাস ক্ষেত্রের ৮১% রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (আরআইএল) ও তার সহযোগীদের থেকে ফেরানোর কথা জানাল কেন্দ্র। বুধবার তেলমন্ত্রী বীরাপ্পা মইলি বলেন, “আমার ধারণা, নোটিস পাঠানো হয়েছে।” অর্থাৎ, সময়ে উৎপাদন শুরু না-করায় ওই অংশ যে সংস্থার হাতছাড়া হচ্ছে, তা নিশ্চিত করেন তিনি।
|
সেনকো গোল্ড জুয়েলার্স আনল ‘ধনতেরাস ধনবৃদ্ধি’ প্রকল্প। এতে সোনা, হিরে এবং প্ল্যাটিনামের গয়নার মজুরিতে ছাড় মিলবে যথাক্রমে ২০%, ৫০%, ৫০%। ধনতেরাসে ছাড় দিচ্ছে ভিবজিওর গোল্ডও। সোনার গয়নার মজুরির উপর তা ২৫%। আর হিরের গয়না কেনায় ছাড় ১০%। এই সব সুবিধা মিলবে ২ নভেম্বর পর্যন্ত। |