মঞ্চে মোড়ক খোলার আগের মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা। রহস্য তুঙ্গে। বাজারে সাড়া জাগানোর মতো নতুন পণ্য আনার ক্ষেত্রে সিলিকন ভ্যালির এটাই দস্তুর। বিপণনের এই কৌশলকে প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন স্টিভ জোবস। হয়তো সেই কারণেই এ বার রহস্য দানা বেঁধেছে সান ফ্রান্সিসকোর ট্রেজার আইল্যান্ডে।
নেহাতই সাদামাটা চেহারার একটা বার্জ। আর তার উপর কয়েক তলা বাড়ির সমান উঁচু হয়ে বোঝাই কন্টেনার। এই পর্যন্ত সবকিছু খুবই স্বাভাবিক। কিন্তু সারা তথ্যপ্রযুক্তি দুনিয়ার নজর এখন এই বার্জ-এর উপরেই। কারণ, সেখান থেকে উঁকি দিচ্ছে গুগলের লোগো। |
এই সেই গুগল-বার্জ। সান ফ্রান্সিসকোয় রয়টার্সের ছবি। |
দ্রুত ছড়িয়েছে জল্পনা। মুখে মুখে ঘুরছে প্রশ্ন। সকলেরই জিজ্ঞাসা কী রয়েছে ওই বার্জে? গুগলের কোনও নতুন পণ্য নাকি? যা আগামী দিনে চোখ ধাঁধিয়ে দেবে পৃথিবীর। রহস্য আরও ঘনাচ্ছে, কারণ এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন গুগল-কর্তারা। শুধু তা-ই নয়, গোপনীয়তা রক্ষার জন্য রীতিমতো একটি চুক্তিপত্রে সই করতে হয়েছে উপকূলরক্ষী বাহিনীকে। এক নিরাপত্তারক্ষী-ই জানিয়েছেন সে কথা।
স্বাভাবিক ভাবেই জমে উঠেছে জল্পনা। অনেক প্রযুক্তি-বিশারদ বলছেন, হতে পারে এটা গুগলের তথ্যে ঠাসা ডেটা সেন্টার। কেউ আবার মনে করছেন এতে আসলে বোঝাই রয়েছে গুগল গ্লাস। যা চশমার মতো চোখে পরলে কম্পিউটারের কাজ করবে। নতুন স্মার্ট ফোন আনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। আবার কেউ কেউ মনে করছেন, এটা নিছকই নজর কাড়ার বিপণন কৌশল।
কন্টেনারে সত্যি সত্যি কী আছে, তা বলবে সময়ই। কিন্তু প্রযুক্তি দুনিয়ার নজর এখন আঠার মতো আটকে গুগল-বার্জ-এর দিকে। |