নানা উন্নয়নমূলক প্রকল্প কতটা ফলপ্রসু হয়েছে, তা নিয়ে আলোচনা করতে আগামী ১২ নভেম্বর জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত তিনি ইলামবাজারে প্রশাসনিক বৈঠক করবেন। তাই মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে।
পুলিশ প্রশাসন ও দলীয় সূত্রের খবর, মুখ্যমন্ত্রী আসবেন বীরভূমে পুলিশ, প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের হাল হকিকত নিয়ে তদারকি করা, জেলার উন্নয়ন উন্নয়নের জন্য ঘোষিত প্রকল্পগুলি কোন জায়গায় রয়েছে, তারও খোঁজ নেবেন। শুধু তাই নয়, ঘোষিত কন্যাশ্রী, বেকার যুবক যুবতীদের জন্য প্রকল্পের আওতায় জেলার কতজনের নাম নথিভুক্ত হয়েছে এবং কতজন পাওয়ার যোগ্য তাও খোঁজ নেবেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করতে কেন্দ্র ও রাজ্য সরকারের অনুদান নিয়েও সবিস্তারে আলোচনা হবে। পুলিশ সুপার সি সুধাকর এবং জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা মুখ্যমন্ত্রীর জেলা সফর নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে জেলা প্রশাসনের এক কর্তা বলেন, “জেলায় সার্বিক উন্নয়নের হাল হকিকত যাতে এক যোগে জানানো যায়, তার জন্য জেলার ভৌগলিক অবস্থান, জনসংখ্যা, আয়ের উৎস, বাসিন্দাদের সার্বিক উন্নয়নে রাজ্য ও কেন্দ্রের প্রকল্পগুলির অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সংবলিত একটি পুস্তিকা করার কথা ভাবা হয়েছে। এই নিয়ে বুধবার প্রশাসনের কর্মকর্তারা নিজেদের মধ্যে একটি বৈঠক করেন।” তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও বলেন, “বিষয়টি প্রশাসনিক স্তরে শুনেছি। সুনিশ্চিত করে বলতে পারব না।” |