পুরস্কৃত দুর্গা পুজো কমিটি
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
দুর্গা পুজোর সময় শান্তিশৃঙ্খলা বজায় রেখে সুষ্টু ভাবে পুজা পরিচালনা করা, পুলিশ-প্রশাসন এবং পুরসভার নিয়ম বিধি মেনে চলার জন্য রামপুরহাটের ৪৯টি পুজো কমিটিকে স্মারক প্রদান করল পুরসভা। মঙ্গলবার সন্ধ্যায় রামপুরহাট রক্তকরবী পুরমঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই স্মারকগুলি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমাশাসক রত্নেশ্বর রায়, রামপুরহাট থানার আইসি সুবীর বাগ, বিধায়ক আশিস বন্দোপাধ্যায়, পুরপ্রধাণ অশ্বিণী তিওয়ারি প্রমুখ। স্মারক প্রদান ছাড়াও পুজো কমিটিগুলির মধ্যে মণ্ডপ, আলোকসজ্জা, প্রতিমা, পরিবেশ ও সামাজিক সচেতনতা বজায়, প্রতিমা বিসর্জনের সময় শান্তিপূর্ণ শোভাযাত্রার উপর বিচার করে পুরস্কৃত করা হয়েছে। পুরপ্রধান বলেন, “রামপুরহাট পুরসভার তরফ থেকে এর আগে পুজো কমিটিগুলির মধ্যে বিভিন্ন দিক বিচার করে শুধুমাত্র প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হত। তবে স্বল্প বাজেটের পুজো করলেও অন্য কমিটিগুলিও পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করে। তাই এ বার থেকে পুরসভার অনুমোদনপ্রাপ্ত পুজো কমিটিগুলিকে স্নারক প্রদান করার রীতি চালু করা হল। এ বার ৪৯টি পুজো কমিটিকে স্মারক প্রদান করা হয়।”
|
গরমিলের নালিশ, কর্মীকে শো-কজ
নিজস্ব সংবাদদাতা • রাইপুর |
মজুত খাদ্যশস্যের হিসাবে গরমিলের অভিযোগে রাইপুরের পিড়রা গ্রামের বাঁধডি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে ‘শো-কজ’ করা হল। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মুসুর ডাল ৩৫ কেজি কম ছিল বলে অভিযোগ তুলে সোমবার স্থানীয় বাসিন্দারা কেন্দ্রের কর্মী বন্যা চক্রবর্তী ও সহায়িকা অঞ্জুমা বিবিকে প্রায় চার ঘণ্টা আটকে রাখেন। পরে রাইপুরের বিডিও দীপঙ্কর দাসের হস্তক্ষেপে তাঁরা ছাড়া পান। রাইপুরের বিডিও দীপঙ্কর দাস বুধবার বলেন, “অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালনা ও খাদ্যসামগ্রীর হিসাব রাখার দায়িত্ব ওই অঙ্গনওয়াড়ি কর্মীর। তিনি সেই দায়িত্ব যথাযথ পালন করেননি বলে অভিযোগ। কর্তব্যে গাফিলতির অভিযোগে ওই অঙ্গনওয়াড়ি কর্মীকে আপাতত ‘শো-কজ’ করা হয়েছে। সাত দিনের মধ্যে শো-কজের জবাব চাওয়া হয়েছে।” ওই কর্মী বলেন, “শো-কজের চিঠি পেয়েছি। আমার বক্তব্য লিখিত ভাবে জানাব।”
|
ভ্রাম্যমান শৌচালয়
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
বিয়ে কিংবা অন্যান্য সামাজিক অনুষ্ঠান, মেলা। এখন রামপুরহাট পুরসভার কাছে বাসিন্দা কিংবা নানা অনুষ্ঠানের আয়োজকেরা আবেদন করলেই পৌঁছে যাবে ভ্রাম্যমান শৌচালয় ভ্যান। এর জন্য বুধবার বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় তাঁর এলাকা উন্নয়ন খাতে ২৩ লক্ষ ১০ হাজার টাকায় ভ্রাম্যমান শৌচালয়টি দিয়েছেন। এ ছাড়াও এই পুরসভায় রাস্তাঘাট পরিষ্কার এবং নিকাশি নালা সংস্কার করার জন্য যন্ত্র দেওয়া হয়েছে। পুরপ্রধান অশ্বিণী তিওয়ারি বলেন, “সরঞ্জামগুলি খুব শীঘ্রই কাজে লাগানো হবে। পাশাপাশি বাড়িতে জল পৌঁছে দেওয়ার প্রকল্পও শীর্ঘই চালু করা হবে।”
|
কংগ্রেসের বিজয়া সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
সাম্প্রতিক কালে রাজ্যে দলের এই পরিস্থিতিতে কর্মী-সমর্থকদের মনোবল বাড়াতে কেন্দ্রের শীর্ষ নেতৃত্বের তেমন কোনও উদ্যোগ চোখে পড়ে না। বুধবার বোলপুরে সুপার মার্কেটের অনুষ্ঠান ভবনে, দলের বিজয়া সম্মেলনে এসে এমনটাই বলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা সুশোভন বন্দ্যোপাধ্যায়। |