জাতীয় সড়ক নির্মাণ শুরুর নির্দেশ মন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
জমি জটে আটকে থাকা এলাকা বাদ দিয়ে নভেম্বর মাসের মধ্যে জাতীয় সড়ক নির্মাণ কাজের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। মঙ্গলবার ধূপগুড়ি নিয়ন্ত্রিত বাজারের ভবনে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জলপাইগুড়ি জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। বৈঠকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রকল্প অধিকর্তা আরকে চৌধুরী ছাড়াও পুরসভা-প্রশাসনের অফিসারেরা উপস্থিত ছিলেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রকল্প অধিকর্তা এ দিনের বৈঠক নিয়ে কোন মন্তব্য করেননি। গৌতমবাবু অবশ্য বলেন, “অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। ঠিক হয়েছে ধূপগুড়ি থেকে ফালাকাটার মধ্যে যে সাড়ে ৮ কিলোমিটার এলাকায় জমির জট রয়েছে। সেই অংশ বাদ দিয়ে নভেম্বর মাসের মধ্যে নির্মাণের প্রক্রিয়া শুরু হবে। ফুলবাড়ি থেকে সলসলাবাড়ি পর্যন্ত ১৫৩ কিলোমিটার রাস্তায় ওই কাজ হবে।” বৈঠকে স্থানীয় সিপিএম বিধায়ক মমতা রায়কে দেখা যায়নি। বিধায়ক বলেন, “আমাকে কেউ কিছু জানায়নি।” তবে এই বিষয়ে কেউ মন্তব্য করেননি। বৈঠকের পরে পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে কুমলাই নদীর উপরে সেতুর শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। |
এসজেডিএ দুর্নীতি মামলায় জামিন
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্পে অন্তত ৭০ কোটি টাকা দুর্নীতির মামলায় জেলহাজতে থাকা ঠিকাদার সংস্থার কর্ণধার অজিত বন্দ্যোপাধ্যায় জামিন পেলেন। মঙ্গলবার শিলিগুড়ির অতিরিক্ত জেলা জজ (ফাস্ট ট্র্যাক কোর্ট) তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। অজিতবাবু হৃদরোগে আক্রান্ত। তাঁর শারীরিক অবস্থা ভাল নয়। ওই কারণ দেখিয়ে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। অজিতবাবুর বিরুদ্ধে এসজেডিএ’ কাণ্ডে ৬টি মামলা রয়েছে। সরকারি পক্ষের আইনজীবী পীযূষ ঘোষ জানান, তার মধ্যে ৩ টি মামলায় ইতিমধ্যেই অজিতবাবু ৯০ দিন জেল হাজতে থেকেছেন। ১টি মামলায় ৮২ দিন এবং অপর দুটি মামলাতেও ৪৫ দিন হয়েছে। কোনও মামলায় অভিযুক্ত হয়ে জেল হেফাজতে থাকার ৯০ দিনের মধ্যে পুলিশ চার্জশিট দিতে না পারলে নিয়ম মতো জামিন মেলে। তবে এ দিন বিচারক অজিতবাবুর শারীরিক পরিস্থিতি বিচার করে বাকি মামলাগুলির ক্ষেত্রেও জামিন মঞ্জুর করেছেন।
|
কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
হিলকার্ট রোডে মূক ও বধির কিশোরীকে ধর্ষণ করে ফেলে রাখার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত অনিরুদ্ধ রায়ের বাড়ি শিলিগুড়ির নৌকাঘাট সংলগ্ন এলাকায়। ওরফে সুজয়কে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হলে তাঁকে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছে আদালত। শিলিগুড়ির সহকারী পুলিশ কমিশনার অভিষেক গুপ্ত ঘটনার কথা স্বীকার করেছেন। সুজয়বাবুর বিরুদ্ধে গণধর্ষণে যুক্ত থাকার এবং অপহরণের মামলা দায়ের করা হয়েছে। সুজয়বাবুর আইনজীবী সমীর দাস অবশ্য অভিযোগ করেন, “আমার মক্কেল নির্দোষ। তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।” |
বদলি নিয়ে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পুজোর ছুটি মধ্যে প্রাথমিক শিক্ষা সংসদের কোনও বোর্ড মিটিং ছাড়াই ১৫ জন শিক্ষককে অবৈধ ভাবে বদলির নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির তরফে এ ব্যাপারে জেলাশাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে। সংগঠনের অভিযোগ, চেয়ারম্যান সমর চক্রবর্তী অনৈতিক ভাবে ওই কাজ করেছেন। আগামী ৩১ অক্টোবর শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদে তাঁর মেয়াদ শেষ হচ্ছে। তার আগে গত ২৫ অক্টোবর ওই বদলির নির্দেশ দিয়েছেন কোনও রকম বোর্ড মিটিং ছাড়াই। মেডিক্যাল বোর্ড গঠন ছাড়াই ওই সংক্রান্ত কারণ দেখিয়ে ওই বদলি করা হয়েছে। সমরবাবুর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কেউ ফোন ধরেননি। |
প্রার্থী দিল বিজেপি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি পুরসভার ১১ এবং ৩১ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে প্রার্থী দিল বিজেপি। মঙ্গলবার মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন তাঁরা। বিজেপি সূত্রে জানানো হয়েছে, ১১ নম্বর ওয়ার্ডে তাদের প্রার্থী হচ্ছে নন্দন দাস। ৩১ নম্বর ওয়ার্ডে তাদের প্রার্থী করা হয়েছে পুষ্প দাসকে। অন্য দিকে নথি অসম্পূর্ণ থাকার জন্য তৃণমূলের প্রার্থী জনা বাগচী মঙ্গলবার মনোয়ন জমা দিতে পারেননি। এ দিন তিনিও মনোনয়ন জনা দিয়েছেন। |
১০০ দিনের কাজের বকেয়া না পেয়ে মেন্দাবাড়ি পঞ্চায়েত অফিসে তালা দিলেন শ্রমিকরা। কালচিনি ব্লক অফিসে টাকা দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। |