রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল। তৃণমূল কর্মী কামাল শেখ খুনের ঘটনায় অভিযুক্ত অধীরের আগাম জামিনের শুনানি হওয়ার কথা ছিল মঙ্গলবার। এ দিন, পূজাবকাশকালীন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা বিচারক কল্লোল চট্টোপাধ্যায়ের এজলাসে শুনানির জন্য জমা পড়েছিল প্রায় ৩৫০ মামলা। বহরমপুর আদালতের বার কাউন্সিলের পক্ষ থেকে তাই সব মামলার শুনানি স্থগিত রাখার আবেদন করা হয়। তাতে সাড়া দিয়ে রেল প্রতিমন্ত্রীর আগাম জামিনের শুনানির মামলা ১৬ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেন বিচারক। সেই সঙ্গে অধীরের আইনজীবীদের আবেদনের ভিত্তিতে ওই দিন পর্যন্ত মন্ত্রীর অন্তর্বর্তী জামিনের মেয়াদও বাড়িয়ে দেন তিনি।
গত ৯ অক্টোবর পূজাবকাশকালীন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল কামাল খুনের মামলায় অভিযুক্ত রেল প্রতিমন্ত্রীকে ২৯ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেন। এ দিনই মন্ত্রীর আগাম জামিনের আর্জির শুনানির দিনও ধার্য হয়েছিল। কিন্তু এজলাসে শুনানির জন্য প্রায় সাড়ে তিনশো মামলা জমা পড়েছিল। বহরমপুর বার কাউন্সিলের সভাপতি আবু বাক্কার সিদ্দিকি বিচারকের কাছে আর্জি জানান, “এক জন বিচারকের পক্ষে এক দিনে ১৫০টির বেশি মামলা শোনা অসম্ভব। বার কাউন্সিলের তরফে সব মামলার শুনানি স্থগিত রাখার আবেদন করা হচ্ছে। পুজো অবকাশ শেষে, বিভিন্ন বিচারকের মধ্যে মামলাগুলি বণ্টন করে শুনানি করা যেতে পারে।’’ সরকার পক্ষের আইনজীবীরা বলেন, শুনানি না হলে অধীরের অন্তর্বর্তী জামিনের মেয়াদ যেন বাড়ানো না হয়। তবে, বিচারক তা মানেননি। |